পুতুলনাচের ইতিকথা Quotes
পুতুলনাচের ইতিকথা
by
Manik Bandopadhyay3,978 ratings, 4.47 average rating, 385 reviews
পুতুলনাচের ইতিকথা Quotes
Showing 1-24 of 24
“কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এতবড় জয় আর নাই।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়,খাতক নয়,উপরওয়ালা নয়,কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের,ভগবান জানেন।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“...সবাই নিজেকে ভোলায়। খিদে-তেষ্টা পেলে তা মেটানো, ঘুম পেলে ঘুমানো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো, নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্ট কে স্বীকার করে? বেশিরভাগ মানুষের এটা বুঝবার ক্ষমতা থাকে না, সারাজীবন ভুলও ভাঙে না, বুঝতেই যদি না পারা যায়, ভুল তবে আর কিসের ভুল? কেউ কেউ টের পেয়ে যায়, তাদের হয় কষ্ট। জীবনকে যারা বুঝে, বিশ্লেষণ করে বাঁচতে চায় এই জন্য তারা বড় দুঃখী। বড় যা কিছু আঁকড়ে ধরতে পায় তাই ভুয়ো। এই জন্য এই ধরনের লোকের মনে জীবন থেকে বড় কিছু প্রত্যাশা থাকা বড় খারাপ- যত বড় প্রত্যাশা তত বড় দুঃখ পায়”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন ?”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না।শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়,জীবনদেবতার এই রীতি।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“নদীর মত নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে। মাধ্যাকর্ষণের মত যা চিরন্তন অপরিবর্তনীয়।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়, জীবনদেবতার এই রীতি।
শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।”
― পুতুলনাচের ইতিকথা
শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।”
― পুতুলনাচের ইতিকথা
“সেই যে গেল গোপাল আর ফিরিল না । সংসারী গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফলপুষ্পশস্যদাত্রী ভূমিখণ্ড, সিন্দুক ভরা সোনারূপা, কতকগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরো কতকগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল সব সে দিয়া গেল শশীকে, মরিয়া গেলে যেমন সে দিত ।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“গ্রামের লোকের অনুমানশক্তি প্রখর। সকালে আকাশের দিকে চাহিয়া তাহারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাৎ বৃষ্টি না-ই হয় সে অপরাধ অবশ্য আকাশের।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“খুঁজিলে এমন কিছুও পাওয়া যায় জগতে বাঁচিয়া থাকার চেয়ে যা বড়।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“রাগ, প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন, সহজে ওসব ছাড়িতে চায়না।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ । যারা আছে তাদের, আর যারা ছিল ।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুঁড়িবার চেষ্টাতেও মানুষ ইতস্তত করে।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“চিন্তার জগতে সত্য সত্যই আমাদের স্তরবিভাগ নাই। বস্তু আর বস্তুর অস্তিত্ব এক হইয়া আছে আমাদের মনে। কখনাে কি ভাবিয়া দেখি মানুষের সঙ্গে মানুষের বাঁচিয়া থাকিবার কোনাে সম্পর্ক নাই? মানুষটা যখন হাসে অথবা কাঁদে তখন হাসি-কান্নার সঙ্গে জড়াইয়া ফেলি মানুষটাকে : মনে মনে মানুষটার গায়ে একটা লেবেল আঁটিয়া দিই—সুখী অথবা দুঃখী। লেবেল আটা দোষের নয়। সব জিনিসেরই একটা সংজ্ঞা থাকা দরকার। কে হাসে আর কে কাঁদে এটা বােঝানাের জন্য দু-দশটা শব্দ ব্যবহার করা সুবিধাজনক বটে। তার বেশি আগাই কেন? কেন পরিবর্তন চাই? নিঃশব্দে অশ্রু মুছিয়া আনিতে চাই কেন সশব্দ উল্লাস?”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতগুলি স্তর আছে, বিশেষ কোন উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটোনা যেন চাবির মত মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“রাগ, প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন, সহজে ওসব ছড়িতে চায়না।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“মানুষ কি লোহায় গড়া , যে চিরকাল সে একরকম থাকবে , বদলাবে না ?”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
“পিসি মরিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে, তাহার ঘরেরই অর্ধেকটা জুড়িয়া সেগুলি সাজাইয়া রাখা হইয়াছে। পিসি আজকাল কথা বলিতে পারেনা। মাথা উচু করিয়া মুখে আঙুল দিয়া মতিকে তার পিপাসা জানায়। মতি কিন্তু ইনেক্ষণ দেখিতে পাইয়াও নড়েনা।”
― পুতুলনাচের ইতিকথা
― পুতুলনাচের ইতিকথা
