শ ল প শওকত শ ওন Quotes

Quotes tagged as "শ-ল-প-শওকত-শ-ওন" Showing 1-16 of 16
শওকত শাওন
“হাজার হাজার মেগাওয়াটে
আদতে বলো লাভ কি কার?
আলো ভর্তি ঘরের মাঝেও
বুকের ভেতর অন্ধকার!”
শওকত শাওন, একটা হুতুম হবো

শওকত শাওন
“এই শ্রাবণে ছাউনি ছাড়া
বেঞ্চি গুলো জানে,
হাজার হাজার লোকের ভিড়ে
একলা থাকার মানে!”
শওকত শাওন, একটা হুতুম হবো

শওকত শাওন
“ও হিসেব করে
ব্যবসায়ী আর
যত আছে জমিদার
আমি তো প্রেমিক
নীরবে চাইব
সব টুকু অধিকার!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“কপালের টিপে উবে যায় যেনো
শহরের যত লাল
মিঠে কড়া রোদে তোমাকেই পেতে
রাজপথে হরতাল!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“কতটা হারালে বল নিখোঁজ হয়েছি
আর
কতটা ব্যথাকে বলো ক্ষত?
কতটা কাছে গিয়ে চুপিসারে লুকোলেই
হৃদয় টা চুপসে অবনত!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“একদিন অভিমানে
খুলে গেলে মুখ
জেনে যাবে,
বুকের বাঁ পাশে ছিলে
তুমিই অসুখ।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“এক জীবনে পুষছে না ঠিক
হাজার জীবন চাই,
এক জীবন তো
তোমার ঠোঁটে
চুমু খেতেই নাই!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“রাতভর বিছানার
এপাশ-ওপাশ
ব্যথাটা জেনেছে শুধু
বুকের বাঁ পাশ”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“সব কিছু ছেড়ে এসে, ভেবে ফেলি রোজ
আনিনি কিছুই তবু কেনো এত খোঁজ!
গল্পটা তেমনি আছে, আছে পুরোনো কাগজ
কতটা মুছলে স্মৃতি ভোলাটা সহজ?”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“উড়িয়ে দেখছি যত
স্মৃতি পোড়া ছাই
আবারো পুড়িয়ে দেব
যদি কিছু পাই।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“জানালা গলে বেহায়ার মত
ঘরে ঢুকে যাবে চাঁদ
ছুঁয়ে দেবে গা মেখে দেবে রাত
তুমি এথিক্স নিয়ে বোসো!”
শওকত শাওন

শওকত শাওন
“মানুষ দেখলে ভয় পেয়ে যাই
আর মানুষ হতে চাইনে
পরের বার আকাশ হবো
ছুঁতেও পাবি না চাইলে।”
শওকত শাওন, শূন্যের প্যারানয়া

শওকত শাওন
“কতবার কত লক্ষ থেকে গুনে
ফিরে এসেছি শূন্যের কাছে!
যত সহজে শূন্যের কাছে যাই
তত সহজে ঘুমটারে পাইনা!
ঈশ্বর!
একটু ঘুম ভিক্ষে দিতে পারো?”
শওকত শাওন

শওকত শাওন
“ভাবতে ভাবতে সন্ধ্যা এলো
ফুরিয়ে গ্যালো বেলা
ধূলোর মত জমলো কেবল
তোমার অবহেলা!”
শওকত শাওন

শওকত শাওন
“তুমি বরং থেকো
ঝাপ্সা ছবির মতো
দেখেও হবে না দেখা
এমন আজন্ম ক্ষত।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?

শওকত শাওন
“বেঁকে গেলে কপালের টিপ
দোষ কার বলো দেখি আয়না!
ছল করে ভুল আঁকি আর কিছু নয়
তোমাকেই কাছে পেতে বায়না।”
শওকত শাওন