তারপর, কেমন আছো? Quotes

Rate this book
Clear rating
তারপর, কেমন আছো? তারপর, কেমন আছো? by শওকত শাওন
4 ratings, 4.50 average rating, 1 review
তারপর, কেমন আছো? Quotes Showing 1-10 of 10
“তুমি বরং থেকো
ঝাপ্সা ছবির মতো
দেখেও হবে না দেখা
এমন আজন্ম ক্ষত।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“উড়িয়ে দেখছি যত
স্মৃতি পোড়া ছাই
আবারো পুড়িয়ে দেব
যদি কিছু পাই।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“সব কিছু ছেড়ে এসে, ভেবে ফেলি রোজ
আনিনি কিছুই তবু কেনো এত খোঁজ!
গল্পটা তেমনি আছে, আছে পুরোনো কাগজ
কতটা মুছলে স্মৃতি ভোলাটা সহজ?”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“রাতভর বিছানার
এপাশ-ওপাশ
ব্যথাটা জেনেছে শুধু
বুকের বাঁ পাশ”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“এক জীবনে পুষছে না ঠিক
হাজার জীবন চাই,
এক জীবন তো
তোমার ঠোঁটে
চুমু খেতেই নাই!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“একদিন অভিমানে
খুলে গেলে মুখ
জেনে যাবে,
বুকের বাঁ পাশে ছিলে
তুমিই অসুখ।”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“কতটা হারালে বল নিখোঁজ হয়েছি
আর
কতটা ব্যথাকে বলো ক্ষত?
কতটা কাছে গিয়ে চুপিসারে লুকোলেই
হৃদয় টা চুপসে অবনত!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“কপালের টিপে উবে যায় যেনো
শহরের যত লাল
মিঠে কড়া রোদে তোমাকেই পেতে
রাজপথে হরতাল!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“ও হিসেব করে
ব্যবসায়ী আর
যত আছে জমিদার
আমি তো প্রেমিক
নীরবে চাইব
সব টুকু অধিকার!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?
“পুলিশ মাতাল ভেবে ধরেছিলো,
মদের গন্ধ পায়নি
গা জুড়ে কেবল
কবিতার গন্ধ!”
শওকত শাওন, তারপর, কেমন আছো?