ইসলামিক বই discussion

This topic is about
আঁধার রাতের মুসাফির
ইসলামিক উপন্যাস
>
আঁধার রাতের মুসাফির
date
newest »

আমার পড়া নসীম হিজাযীর প্রথম বই। পড়েছিলাম প্রায় এক যুগ আগে। একটুকুও ভালো লাগেনি তখন। পুরো তিনদিন পড়েছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। অর্ধেকের একটু বেশী মনে হয় পড়া হয়েছিলো। কেন যেন চরম বিরক্ত লেগেছিল! লেখককেও চিনতাম না তখন। পরে আর সম্ভবত পড়া হয়নি। তখন অবশ্য স্পেনের সাথে খুব একটা পরিচয় ছিল না। আপনাদের কাছে কেমন লেগেছে বইটি? আপনাদের ভালো মনে হলে আবার পড়ব সামনে ইনশাআল্লাহ।
এমনি সময়ে সহসা স্পেনের উপকূলে উদয় হলো তুর্কী রণতরী। প্রথম অভিযানেই তারা উদ্ধার করলো বিপ্লবী নেতা হামিদ বিন জোহরাকে। জাহাজকে বিদায় জানিয়ে উপকূলে নেমে এলেন কাপ্তান সালমান। কিন্তু কেন? স্পেনের মাটিতে কী তার কাজ? যে জাতির সুলতান অর্থব আর উজির গাদ্দার তাদের পতন কি ঠেকাতে পারবেন তিনি? পারবেন কি হামিদ বিন জোহরার হত্যা প্রচেষ্টা রুখতে? কেন তিনি একের পর এক অবিশ্বাস্য বিপজ্জনক অভিযানে মেতে উঠছেন? কীসের স্বার্থে? কেন? গ্রানাডা কন্যা আতেকার পেছনে ছুটছে দুর্বৃত্ত ওতবা ও ওমর। রক্তের নেশায় পাগল হয়ে উঠেছে এরা। হন্যে হয়ে খুঁজছে তার প্রেমিক পুরুষ সাঈদকে। এদের কি বাচাতে পারবেন সালমান? কী হবে অপহৃত মনসুরের পরিণতি? কার জন্য মালা গাঁথছে বদরিয়া? কেন ভীনদেশী এক পুরুষের জন্য প্রাণ কাঁদে তার?
বই-আঁধার রাতের মুসাফির।
লেখক-নসীম হিজাযী।
অনুবাদক-আবদুল হক।
পেজসংখ্যা-২৩৮।
মূল্য-২০০৳।