Saheb > Quotes > Quote > Swpnobaz liked it
“প্রেম মন্দির
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।
সখী আমায় তুমি কেন রেখে গেলে
এই আঁধার রাতে নীরব তারাদের মেলাতে,
আমি যে এখন অবুঝ হয়ে মেতে থাকি
হৃদয়ভাঙ্গার খেলাতে।
সখী তুমি যদি পাখি হতে
তবে তোমায় যত্নকরে রাখতাম আমার এই হৃদপিঁজরে,
সখী তুমি যদি পুষ্প হতে
তবে তোমায় সাজিয়ে রাখতাম আমার এই মনের ঘরে।
সখী তুমি যদি চাঁদ হয়ে ভেসে থাকতে
ওই দূর আকাশে,
তবে আমি রোজ রাতে জানলা হতে তাকিয়ে থাকতাম তোমার দিকে
একটু লাজুক হেসে।
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই কেন কে জানে অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।”
―
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।
সখী আমায় তুমি কেন রেখে গেলে
এই আঁধার রাতে নীরব তারাদের মেলাতে,
আমি যে এখন অবুঝ হয়ে মেতে থাকি
হৃদয়ভাঙ্গার খেলাতে।
সখী তুমি যদি পাখি হতে
তবে তোমায় যত্নকরে রাখতাম আমার এই হৃদপিঁজরে,
সখী তুমি যদি পুষ্প হতে
তবে তোমায় সাজিয়ে রাখতাম আমার এই মনের ঘরে।
সখী তুমি যদি চাঁদ হয়ে ভেসে থাকতে
ওই দূর আকাশে,
তবে আমি রোজ রাতে জানলা হতে তাকিয়ে থাকতাম তোমার দিকে
একটু লাজুক হেসে।
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই কেন কে জানে অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।”
―
No comments have been added yet.
