Saheb
Born
in Chinsurah Hooghly, India
July 05, 1997
Twitter
Genre
Influences
ihhjhgjvhgcgfxgdzxgs
|
khhjhfg
|
|
|
অঙ্কুরের প্রেমের কবিতা
—
published
2016
|
|
|
hvjgg
—
published
2018
|
|
|
অনিন্দিতা ও অন্যান্য কবিতা
—
published
2016
|
|
|
nbvjhvj
—
published
2018
|
|
|
প্রেমের কবিতা
—
published
2016
|
|
|
জলপদ্মের নৌকা ও অন্যান্য কবিতা
—
published
2016
|
|
|
মানিনী
—
published
2017
|
|
|
Kalamvani / कलमवाणी
|
|
“প্রেম মন্দির
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।
সখী আমায় তুমি কেন রেখে গেলে
এই আঁধার রাতে নীরব তারাদের মেলাতে,
আমি যে এখন অবুঝ হয়ে মেতে থাকি
হৃদয়ভাঙ্গার খেলাতে।
সখী তুমি যদি পাখি হতে
তবে তোমায় যত্নকরে রাখতাম আমার এই হৃদপিঁজরে,
সখী তুমি যদি পুষ্প হতে
তবে তোমায় সাজিয়ে রাখতাম আমার এই মনের ঘরে।
সখী তুমি যদি চাঁদ হয়ে ভেসে থাকতে
ওই দূর আকাশে,
তবে আমি রোজ রাতে জানলা হতে তাকিয়ে থাকতাম তোমার দিকে
একটু লাজুক হেসে।
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই কেন কে জানে অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।”
―
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।
সখী আমায় তুমি কেন রেখে গেলে
এই আঁধার রাতে নীরব তারাদের মেলাতে,
আমি যে এখন অবুঝ হয়ে মেতে থাকি
হৃদয়ভাঙ্গার খেলাতে।
সখী তুমি যদি পাখি হতে
তবে তোমায় যত্নকরে রাখতাম আমার এই হৃদপিঁজরে,
সখী তুমি যদি পুষ্প হতে
তবে তোমায় সাজিয়ে রাখতাম আমার এই মনের ঘরে।
সখী তুমি যদি চাঁদ হয়ে ভেসে থাকতে
ওই দূর আকাশে,
তবে আমি রোজ রাতে জানলা হতে তাকিয়ে থাকতাম তোমার দিকে
একটু লাজুক হেসে।
যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই কেন কে জানে অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।”
―
“আমি শুনেছি সেদিন তুমি চিঠি হয়ে গোলাপি খামে মুড়ে
শিউলি গাছের ছাঁয়ায় ডাকবাক্সে বন্দী ছিলে,
আমি শুনেছি সেদিন তুমি কয়েকটি অক্ষরের সাথে
একলা অনেক গল্প করেছিলে।
আমি জানো কখনও একলা,
কাটাইনি একবেলা,
কখনও কারো সাথে,
করিনি গল্প গল্প খেলা।
আবার যেদিন তুমি চিঠি হয়ে রঙিন খামে বন্দী হবে
আমাকে সঙ্গে নেবে,
নেবে তো আমায়?”
― অঙ্কুরের প্রেমের কবিতা
শিউলি গাছের ছাঁয়ায় ডাকবাক্সে বন্দী ছিলে,
আমি শুনেছি সেদিন তুমি কয়েকটি অক্ষরের সাথে
একলা অনেক গল্প করেছিলে।
আমি জানো কখনও একলা,
কাটাইনি একবেলা,
কখনও কারো সাথে,
করিনি গল্প গল্প খেলা।
আবার যেদিন তুমি চিঠি হয়ে রঙিন খামে বন্দী হবে
আমাকে সঙ্গে নেবে,
নেবে তো আমায়?”
― অঙ্কুরের প্রেমের কবিতা
“ভালবাসি তোমায়,জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব আদরে তা লিখে ছিলাম॥
মন অল্পতে প্রেমের গল্পতে
ভাবনায় স্বপ্ন আঁকি,
নানা অভিমানে আবেগের গানে
সারাক্ষণ তোমারই ছোঁয়া রাখি॥
ভালবাসি তোমায়,জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥”
― অঙ্কুরের প্রেমের কবিতা
তবু তুমি বোঝোনা॥
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব আদরে তা লিখে ছিলাম॥
মন অল্পতে প্রেমের গল্পতে
ভাবনায় স্বপ্ন আঁকি,
নানা অভিমানে আবেগের গানে
সারাক্ষণ তোমারই ছোঁয়া রাখি॥
ভালবাসি তোমায়,জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥”
― অঙ্কুরের প্রেমের কবিতা
Is this you? Let us know. If not, help out and invite Saheb to Goodreads.


