অঙ্কুরের প্রেমের কবিতা Quotes

Rate this book
Clear rating
অঙ্কুরের প্রেমের কবিতা অঙ্কুরের প্রেমের কবিতা by Saheb
1 rating, 5.00 average rating, 0 reviews
অঙ্কুরের প্রেমের কবিতা Quotes Showing 1-5 of 5
“ভালবাসি তোমায়,জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব আদরে তা লিখে ছিলাম॥
মন অল্পতে প্রেমের গল্পতে
ভাবনায় স্বপ্ন আঁকি,
নানা অভিমানে আবেগের গানে
সারাক্ষণ তোমারই ছোঁয়া রাখি॥
ভালবাসি তোমায়,জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥”
Ankur Mazumder, অঙ্কুরের প্রেমের কবিতা
tags: 8
“আমি শুনেছি সেদিন তুমি চিঠি হয়ে গোলাপি খামে মুড়ে
শিউলি গাছের ছাঁয়ায় ডাকবাক্সে বন্দী ছিলে,
আমি শুনেছি সেদিন তুমি কয়েকটি অক্ষরের সাথে
একলা অনেক গল্প করেছিলে।
আমি জানো কখনও একলা,
কাটাইনি একবেলা,
কখনও কারো সাথে,
করিনি গল্প গল্প খেলা।
আবার যেদিন তুমি চিঠি হয়ে রঙিন খামে বন্দী হবে
আমাকে সঙ্গে নেবে,
নেবে তো আমায়?”
Ankur Mazumder, অঙ্কুরের প্রেমের কবিতা
tags: love
“তুমি বসে আছো
দ্বিপ্রহরে, মাঠের ধারে, ঘাসফুল ছিঁড়ে
কেটে যায় অবসর বেলা,
তুমি গেছ চলে, কিছু স্মৃতি ভুলে,
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়,
আমি চেয়ে থাকি গগনের আরশিতে
যদি দেখতে পাই শেষ রজনীর গল্পগুলোকে,
তবে চোখে পরে, সেই অরব মধ্যাহ্ন
যেখানে তুমি বসে আছো, সোনালী রৌদ্রের ঝাঁকে
একগুচ্ছ বিষণ্নতা নিয়ে আমার সন্ধানে॥
অঙ্কুর মজুমদার”
Ankur Mazumder, অঙ্কুরের প্রেমের কবিতা
tags: 11
“হতে পারি কি বন্ধু

আমার চোখে জল দেখোনা
তাই ভাবো আমি কাঁদিনা,
আমি কাঁদি, তবে মনের অরণ্যে
আমার হাসিটা নিছকই একটু
ভালো থাকার প্রচেষ্টা,
তোমাকে দেখানো ছলনা॥

অনেক ভীড়ের মাঝে তোমায় খুঁজি
ভাবি যদি দেখা পাই,কথা বলবো
হঠাৎ মনে হয়,
কথা তো আর হবেনা
তুমি ভীড়ের মাঝে আমাকে দেখে
নিজেকে লুকিয়ে নেবে,
পুরোনো কোন কথা ভেবে॥

আঁধার যখন আমার সংস্পর্শে আসে
আমার ছায়া আমকে ডেকে বলে,
শোন,এটা ভালোবাসা না
তোর সাজানো ভাবনা,
হয়তো এটাই বাস্তব
এসব সবই আমার কল্পনা॥

ভুল আমার
বন্ধুত্বের সুযোগ নিয়ে
করেছিলাম প্রেমের আবদার,
সব ভুলে হতে পারি কি
আমারা বন্ধু আবার॥”
Ankur Mazumder, অঙ্কুরের প্রেমের কবিতা
tags: 5
“আমার মনের ভিতর পালকি করে যে আমার কাছে এসেছে
সে কে, তা কি তুমি বলতে পারো?
আমার স্বপ্ন এসে জল ছিটিয়ে, রঙ লাগিয়ে কেউ গল্প লেখে
সেই গল্পকি তুমি পড়তে পারো?”
Ankur Mazumder, অঙ্কুরের প্রেমের কবিতা