Status Updates From মূর্ছিত নূপুর
মূর্ছিত নূপুর by
Status Updates Showing 1-17 of 17
RHR
is on page 130
খুবই ধীরেসুস্থে পড়ার মতো বই। বেশি তাড়াহুড়ো করলে অনেক কিছু না বোঝার সম্ভাবনা অধিক। তামিল সাহিত্য নিয়ে আমার আগ্রহ থেকেই এই বইটি পড়া। এখনও মূল গল্প সেভাবে শুরু হয়নি। শেষ করে দেখি, কোন অবধি কী গড়ায়।
তবে সন্মাত্রানন্দ তাঁর অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ে কঠিন বা খটমটে শব্দ কম ব্যবহারের চেষ্টা করেছেন। যেটা দেখে হঠাৎ অবাক লাগার কথা।
— Sep 28, 2024 05:45AM
Add a comment
তবে সন্মাত্রানন্দ তাঁর অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ে কঠিন বা খটমটে শব্দ কম ব্যবহারের চেষ্টা করেছেন। যেটা দেখে হঠাৎ অবাক লাগার কথা।



