আপাতত মাওলানা ভাসানী ও রাজনীতি অধ্যায় পইড়া, ভাসানী সাহেবরে লইয়া ধ্যানে আছি।
বইটা মনোযোগের দাবিদার। পিনাকী আমারে বিস্মিত করেছে।
লেখকের সমালোচনা থাকতেই পারে, তাই বইলা সমালোচিত ব্যক্তির ভালো কিছু গ্রহণের অনীহা ক্ষীণ মানসিকতা বইকি।
— Oct 14, 2024 05:13PM
Add a comment