"প্রথম বয়ান" গল্পের সবচে বেশি যে দিকটা ভালো লেগেছে তা হলো এর গল্প বলার ধরণ। গল্পের কাহিনীর মধ্যে প্রায় প্রতিটা বাক্যে অনিশ্চয়তা। এর সাথে আছে ঢাকাইয়া ভাষার প্রয়োগ। গল্পের বর্ণনায় প্রমিত বাংলার সাথে ঢাকাইয়া ভাষার মিশ্রণ গল্পটিকে নতুন মাত্রা দিয়েছে।
— May 02, 2025 09:53PM
Add a comment