Sumaîya Afrôze Puspîta’s Reviews > লোটাকম্বল > Status Update
Sumaîya Afrôze Puspîta
is 60% done
তুমি কার কথায় ভুলেছ রে মন,
ওরে আমার শুয়া পাখি।
আমারি অন্তরে থেকে,
আমারে দিতেছ ফাঁকি।
— Feb 23, 2025 01:58AM
ওরে আমার শুয়া পাখি।
আমারি অন্তরে থেকে,
আমারে দিতেছ ফাঁকি।
4 likes · Like flag
Sumaîya’s Previous Updates
Sumaîya Afrôze Puspîta
is 85% done
… … 'কী করলে মানুষ শান্তি পায় বলো তো?'
'শান্তি! সংসারী মানুষ পায় না। শান্তি পেতে হলে সন্ন্যাসী হতে হবে। সংসারে শান্তি নেই। সাময়িক যুদ্ধবিরতি আছে। ভুলে থাকা যায়, শান্তি পাওয়া যায় না।'
— Feb 25, 2025 12:18AM
'শান্তি! সংসারী মানুষ পায় না। শান্তি পেতে হলে সন্ন্যাসী হতে হবে। সংসারে শান্তি নেই। সাময়িক যুদ্ধবিরতি আছে। ভুলে থাকা যায়, শান্তি পাওয়া যায় না।'
Sumaîya Afrôze Puspîta
is 20% done
হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়!
আবার থেকে থেকে এমন সব কথা আছে, বুক মুচড়ে ওঠে...“আমার মরুভূমিতে মরূদ্যান ছিল না, ছিল মরীচিকা। সকলের মুখই কঠিন কঠোর। নিজের মুখ যতই বিষণ্ণ করি না কেন অন্যের মুখে স্নেহের নরম ছায়া নামে না। একটু ভালোবাসা কোথায় পাওয়া যায়?”
— Feb 22, 2025 04:37AM
আবার থেকে থেকে এমন সব কথা আছে, বুক মুচড়ে ওঠে...“আমার মরুভূমিতে মরূদ্যান ছিল না, ছিল মরীচিকা। সকলের মুখই কঠিন কঠোর। নিজের মুখ যতই বিষণ্ণ করি না কেন অন্যের মুখে স্নেহের নরম ছায়া নামে না। একটু ভালোবাসা কোথায় পাওয়া যায়?”
Sumaîya Afrôze Puspîta
is on page 200 of 860
হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় হচ্ছে!
— Feb 22, 2025 04:29AM

