Nidra’s Reviews > জীবন রহস্য > Status Update

Nidra
Nidra is on page 200 of 231
শ্যামলের সাদামাটা রোদ চকচকে কিংবা শ্যাওলা পড়া জীবন রহস্য পড়তে পড়তে বারবারই আমায় দুঃখবোধ আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছিলো। লেখার ভঙ্গিটাই এমন। দুইটা বিশ্বযুদ্ধের মাঝে চাপা পড়া রূপকথার মতো জীবন শ্যামলের। সে রূপকথারও যে অদ্ভুত ট্র্যাডিজিটি মনের গহীনে নিশ্ছিদ্র মায়ায় দাগ কাটে সেটা অনুভব করছিলাম। আগেও একবার পড়া হয়েছে। আরো অনেকবার পড়বো।

এইটুক লেখার লেভ সামলাতে পারলাম না।
Mar 14, 2025 11:46PM
জীবন রহস্য

3 likes ·  flag

No comments have been added yet.