Turna Dass’s Reviews > আর্কন > Status Update
Like flag
Turna’s Previous Updates
Turna Dass
is on page 300 of 337
অ্যাঁ! বাবা বশির তার মানে রিয়েল না!CIDঅফিসার এরকম দাগী অপরাধী সেজে এভাবে কুলক্ষণে গোলকধাঁধায় আটকে পড়ে এভাবে.......
আমি চাচ্ছিলাম ওরা পাঁচজন মিলে একসাথেই অভিযান করে আর্কনবধ করবে,,,কিন্তু অলরেডি চারজনই ডেড।
খুব খারাপ লাগছে।সিড এবার অসহায় হয়ে একতারে গাচ্ছে,
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...."
— Apr 13, 2025 09:23PM
আমি চাচ্ছিলাম ওরা পাঁচজন মিলে একসাথেই অভিযান করে আর্কনবধ করবে,,,কিন্তু অলরেডি চারজনই ডেড।
খুব খারাপ লাগছে।সিড এবার অসহায় হয়ে একতারে গাচ্ছে,
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...."
Turna Dass
is on page 290 of 337
মানিক্যাইজমবা মণিবাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ ঘটে শতাব্দী প্রকাশনী থেকে পাবলিশ হওয়া মাইকেল এইচ হার্টের "দ্য হান্ড্রেড" অনুবাদগ্রন্থ থেকে।মোটামুটি ঐ বই থেকেই আমি পৃথিবীর মেজর তিন ধর্ম বাদে আরও কিছু ধর্মমত সম্বন্ধে জানতে পারি। তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল এই মনিবাদ।
সেখানে এই ধর্মমত নিয়ে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন পেয়ে যাই।ব্যাপারটা আমার এতোটাই বেশি চমকপ্রদ লেগেছিল যে,ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করি।
— Apr 13, 2025 12:54PM
সেখানে এই ধর্মমত নিয়ে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন পেয়ে যাই।ব্যাপারটা আমার এতোটাই বেশি চমকপ্রদ লেগেছিল যে,ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করি।
Turna Dass
is on page 89 of 337
বইয়ের একদম ফার্স্ট পেজ পেরোনোর পর থেকে এক অতি অস্বচ্ছ সাদাটে কুয়াশায় থম মেরে সেই যে বসে আছি,আর ভাবছি, এই কুয়াশার ধোঁয়া কেটে যাবেইই,কেটে যাবেইই,কিন্তু আর কাটে কৈ!ওমা!দেখি এ ধুম্রজাল নানা মুসিবতে কুণ্ডলী পাকিয়ে আমার মাথায় ট্র্যাফিক জ্যাম বাঁধিয়ে সেরেছে!
এ পর্যন্ত আমি খালি জানার মতন একখান জিনিসই দেখে আসছি-তা হচ্ছে মদ-গাঞ্জা-ড্রাগের কারবার।সেই প্রথম কয়েক পাতা পড়ার পর সেই যে ব্র্যান্ডি-হুইস্কির তারল্য থেকে শুরু করে...
— Apr 13, 2025 03:12AM
এ পর্যন্ত আমি খালি জানার মতন একখান জিনিসই দেখে আসছি-তা হচ্ছে মদ-গাঞ্জা-ড্রাগের কারবার।সেই প্রথম কয়েক পাতা পড়ার পর সেই যে ব্র্যান্ডি-হুইস্কির তারল্য থেকে শুরু করে...

