রিফাত সানজিদা’s Reviews > আঁখি এবং আমরা ক'জন > Status Update
রিফাত সানজিদা
is on page 120 of 160
''আমাদের মাঝে সবচেয়ে খারাপ ধারাবর্ণনা দেয় সুজন। সে বলে, এ্যাঁ ইয়ে এখন আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ সামনে যাচ্ছি। একটা সিএনজি ওভারটেক করলাম। এ্যাঁ -- এখন যাচ্ছি। সামনে যাচ্ছি। আরেকটা সিএনজি ওভারটেক করলাম। এ্যাঁ এ্যাঁ যাচ্ছি। দূরে আরেকটা সিএনজি, সেটাকেও ওভারটেক করব। এ্যাঁ ওভারটেক করলাম। এখন সামনে যাচ্ছি। এ্যাঁ সামনে যাচ্ছি...''
:V :v :V
— Oct 11, 2016 08:25PM
:V :v :V
Like flag

