Abid’s Reviews > সবিনয় নিবেদন > Status Update
Abid
is 30% done
শেষ কবে কোনো বই পড়বার সময় হৃদয়ে দোলা লেগেছিলো? মনে পড়ছে না। আজ ট্রেনজার্নিতে পড়বার জন্য বইটা মেলে ধরলাম- আর একদম প্রথম চিঠিটা পড়বার সময়ই যেনো এক দমকা বাতাস হাসনাহেনার সুবাস নিয়ে এসে দোলা দিলো! যদিও কেবল এক তৃতীয়াংশ পড়েছি.. ততটুকুতেই মুগ্ধ হয়েছি। সামনে কী আছে জানিনা, বাকিটা হয়তো পড়াও হবেনা নিকট ভবিষ্যতে। তবু, ওতটুকু সুন্দর অনুভূতি দেবার জন্য বইটা এবং বুদ্ধদেব বাবুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা লিখতে ইচ্ছে হলো
— Jul 25, 2025 09:17AM
7 likes · Like flag

