Trinamoy Das’s Reviews > সাতগাঁর হাওয়াতাঁতিরা > Status Update
 
  
    
      Trinamoy Das
      is on page 236 of 648
    
    
    
      পিবি স্যার আমাদের জিজ্ঞেস করেছিলেন আমরা মার্কেসের "One Hundred Years of Solitude" বইটা আদৌও পড়েছি কিনা। যথারীতি, ক্লাসের সবাই হনুমানের মত মুখ করে বসে ছিল। এক ছাত্রী আবার পাকামো করে বলেছিল, ও কিছুটা পড়ে আর এগোতে পারে নি। বুয়েন্দিয়া পরিবারের অসংখ্য সদস্যের মত সেও মাকোন্দোয় পথ ভুলে হারিয়ে গেছিল বারবার। পিবি স্যারের সেদিন খুব হতাশ হয়েছিলেন। অনেকদিন পর আমি সেই বই ধরেছিলাম। আজ মনে পড়ল এই উপন্যাসে ডুব দিয়ে।
    
    
      — Sep 02, 2025 08:22PM
    
  Like flag


