Mahir Farhan Khan’s Reviews > ভালোবাসার সাম্পান > Status Update
Mahir Farhan Khan
is on page 149 of 288
জানেন আমার জন্ম হতে কত লেগেছিল? হাসপাতালে নাম লেখাতে লেগেছিল এক টাকা, নার্স নিয়েছিল তিন টাকা, সুইপার আয়া আর সবাই মিলে দু টাকা। মোট ছ'টাকা। আপনার নাহয় আর দুটাকা বেশিই লেগেছিল। তা এই টাকায় আমি আশিস লোহ আর আপনি আবদুল্লাহ আবু সায়ীদ খারাপ হয়েছি কী? আর এই যে একালের ছেলেমেয়েরা যারা একেকজন হতে গিয়ে আমাদের তিনশ চারশ পাঁচশ টাকা খসিয়ে দিচ্ছে, এরা হবে কী জানেন? এরা হবে সব ডাকাত, দস্যু, মাস্তান। :v :v
— Nov 23, 2016 05:34AM
Like flag

