Lily’s Reviews > আট কুঠুরি নয় দরজা > Status Update
Lily
is 53% done
প্রায় বছর তিনেক ধরে কিনে রেখে দিয়েছি। পড়বো পড়বো করেও পড়া হয়নি। এখন পড়তে গিয়ে মনে হচ্ছে—এতোদিন কেনো পড়িনি!
আশ্চর্যজনকভাবে, এটাই আমার পড়া সমরেশ মজুমদারের প্রথম বই। পড়তে দারুণ লাগছে।কী চমৎকার, সাবলীল লেখা। বইয়ের চরিত্র আর পরিবেশ যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। একবসায় এতোটা পড়েছি, পড়া ছেড়ে উঠতেই ইচ্ছে করছিলো না।
গুডরিডসে আপডেট দিতে এসে রিভিউ দেখে একটু হতাশ লাগছে।পড়ার মাঝে রিভিউ দেখা ঠিক হয়নি। যাই হোক, পড়ে দেখি বাকিটুকু
— Oct 30, 2025 02:59AM
আশ্চর্যজনকভাবে, এটাই আমার পড়া সমরেশ মজুমদারের প্রথম বই। পড়তে দারুণ লাগছে।কী চমৎকার, সাবলীল লেখা। বইয়ের চরিত্র আর পরিবেশ যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। একবসায় এতোটা পড়েছি, পড়া ছেড়ে উঠতেই ইচ্ছে করছিলো না।
গুডরিডসে আপডেট দিতে এসে রিভিউ দেখে একটু হতাশ লাগছে।পড়ার মাঝে রিভিউ দেখা ঠিক হয়নি। যাই হোক, পড়ে দেখি বাকিটুকু
Like flag

