Zabir Rafy’s Reviews > প্লাবনভূমির মহাকাব্য : পলাশী থেকে পাকিস্তান > Status Update

Zabir Rafy
Zabir Rafy is on page 71 of 608
বিশালায়তন বই, মহাকাব্যের সমান। হওয়ারই কথা। পলাশী থেকে পাকিস্তানের দুরত্ব ১৯০ বছর। সুদীর্ঘ এই সময়ের ইতিহাস বিপুল, বিশাল কাজেই সেটাকে লিপিবদ্ধ করতে গেলে মহাকাব্য ছাড়া উপায় নেই।

আমি মনে করি, ইতিহাসের প্রতিটা ঘটনাই বিশাল আকারে সংঘটিত হয়, তবে গুরুত্বের বিচারে বইয়ে স্থান পায় লাইমলাইট কেড়ে নেয়া ঘটনাগুলোই।

যতটা সংক্ষিপ্ত হওয়ার কথা ছিল, বইটা তার চাইতে বিস্তারিত। প্রতিদিন পড়ছি ৫/১০ পৃষ্ঠা করে, যবে শেষ হবে, হবে। পড়ি। শুভ রাত
Oct 31, 2025 11:48AM
প্লাবনভূমির মহাকাব্য : পলাশী থেকে পাকিস্তান

6 likes ·  flag

No comments have been added yet.