MithunKS’s Reviews > কল্লোল যুগ > Status Update
Like flag
MithunKS’s Previous Updates
MithunKS
is on page 215 of 250
স্বপ্নভরা দু'টি সম্মিত চোখ, সুমিতমৃদু কথা আর সবলসুস্থ হাসি এই তখন বিষ্ণু দে। এন্তার বই আর দেদার সিগারেট- দুই-ই অজস্র পড়তে আর পোড়াতে দেয় বন্ধুদের। বেশবাসে সাদাসিধে হয়েও বিশেষভাবে পরিচ্ছন্ন, ব্যবহারে একটু নির্লিপ্ত হয়েও সৌজন্যসুন্দর। কাছে গেলে সহজে চলে আসতে ইচ্ছে করেনা। স্মৃতিশক্তি প্রখর, তাই মজাদার কাহিনীর সঞ্চয় তার অফুরন্ত। অল্প কথায় অনেক অর্থের সূচনা করতে জানে বলে বিষ্ণুর রচনায় নিরুদ্ধ আবেগ, প্রোজ্জল কাঠিন্য।
— Jul 01, 2017 02:55AM

