Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
.
দেখেছি তোমায় মধ্যরাতের স্বপ্নে-
কপালের টিপে ঈষৎ আবিরে রাঙা,
দাঁড়িয়ে আমার দুয়ারে শান্ত পদে;
এলোচুলে যেন সদ্য ঘুম ভাঙা।
নির্মল এক প্রাণ চঞ্চল বাজনা-
বেজেছে আদিম-প্রস্তর-যুগ ছন্দে,
ব্যঞ্জনা জেগে উঠেছে আমার শিয়রে;
তোমায় পলক দেখবার আনন্দে।
দেব-দেবী শতো ফিরেছে এসে কক্ষে
মৃদু হাসিতে দেখে গিয়েছে যেন-
তোমায় রাখা আমার শয়িত বক্ষে
প্রেম সংকেত দিয়ে যায় তারা কেন?
— Mar 21, 2018 03:34AM
দেখেছি তোমায় মধ্যরাতের স্বপ্নে-
কপালের টিপে ঈষৎ আবিরে রাঙা,
দাঁড়িয়ে আমার দুয়ারে শান্ত পদে;
এলোচুলে যেন সদ্য ঘুম ভাঙা।
নির্মল এক প্রাণ চঞ্চল বাজনা-
বেজেছে আদিম-প্রস্তর-যুগ ছন্দে,
ব্যঞ্জনা জেগে উঠেছে আমার শিয়রে;
তোমায় পলক দেখবার আনন্দে।
দেব-দেবী শতো ফিরেছে এসে কক্ষে
মৃদু হাসিতে দেখে গিয়েছে যেন-
তোমায় রাখা আমার শয়িত বক্ষে
প্রেম সংকেত দিয়ে যায় তারা কেন?
Like flag
