।
অনেক কবিতা লিখে চলে গেছে যুবকের দল
অনেক কবিতা তাই যুবকদের শেষ সম্বল।
সে কবিতা রোপন করে ওঠে প্রেম চারা,
ফলবতী গাছে ফল পেকে গেলে তারা-
পেড়ে খায় আর দেয় যুবকেরা বউকে,
বাকি ফুল থেকে দেয় মধু মাছি মৌ-কে।
চাকে জমা মধু পাড়ে পরের এক ভাদরে;
কপোতেরা মধু মুখে মুখরিত আদরে-
ভরে গেলে কবিতার কম্ম শেষ হয়,
তারপর যুবকেরা চলে যাওয়া বেশ হয়।
।
https://kothakothon.wordpress.com/201...