Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
.
বলতে গিয়ে থেমে যায় যে কথাটা-
সে তবে আজ আকাশসম বিশালতার
মধ্যে না হয় বেঁচে থাকুক ।
রোদের ভাঁজে কিংবা রাতের মরণ কালোয়-
গোপন চিঠির মতন আত্মগোপন রাখুক ।
লিখতে গিয়ে যে কথাটা থমকে দাঁড়ায়,
দ্বিধান্বিতে খুব বেশি না
কথার পিঠের আশেপাশে দু’পা বাড়ায়;
সেই কথাটা লেখায় না হোক-
একটা শালিক মুখেই ফুটুক ।
ছটফটে এক মনের যত শব্দগাঁথা
এগাছ থেকে ওগাছ ছুটুক ।
— Mar 29, 2018 11:44AM
বলতে গিয়ে থেমে যায় যে কথাটা-
সে তবে আজ আকাশসম বিশালতার
মধ্যে না হয় বেঁচে থাকুক ।
রোদের ভাঁজে কিংবা রাতের মরণ কালোয়-
গোপন চিঠির মতন আত্মগোপন রাখুক ।
লিখতে গিয়ে যে কথাটা থমকে দাঁড়ায়,
দ্বিধান্বিতে খুব বেশি না
কথার পিঠের আশেপাশে দু’পা বাড়ায়;
সেই কথাটা লেখায় না হোক-
একটা শালিক মুখেই ফুটুক ।
ছটফটে এক মনের যত শব্দগাঁথা
এগাছ থেকে ওগাছ ছুটুক ।
5 likes · Like flag
