Saiful Sourav > Status Update

Saiful Sourav
Saiful Sourav added a status update
.
অবশ্য তোমার কাছে যাবার আগে
একবার যেতে হবে বন্দরে, একবার গ্রামে ।
আর যেখানে দূর থেকে এসে নামে
অনেক লোক, এমন শহরে ।
তোমার কাছে যাবার আগে
ফিরতে হবে ঘরে ।

অবশ্য তোমার কাছে যাচ্ছি কিনা
দ্বিধা আছে থরো,
কাছে যাবার পথে যদি শক্ত করে ধরো ।

অবশ্য তোমাকেও জেনে নিতে হবে কাছে যাবার আগে,
যেতে হবে একবার বন্দরে ও গ্রামে,
যেখানে দূর থেকে নামে সেই শহরে
তারপর ফিরে যাবো নাকি ফেরার ঘরে
ভেবে ঠিক করে নিতে হলে-
সুরকির পথ যাবে সময়কে গলে ।
Dec 10, 2018 02:28AM

1 like ·  flag

No comments have been added yet.