Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
.
.
মনে হয় যেন আমার মাথার ভেতরে একজন আর শরীরের ভেতরে আরেকজন বসবাস করে। মাথার ভেতরের জন বলে- দৌড়াও, চাবকে সোজা করে দাও যত অলস অস্থি-মজ্জা। শরীরের ভেতরের জন তখন ভয় পায়। সে তখন মাথার ভেতরের জনকে আহ্লাদ করে বলে- আজ না, আজ না হয় ঘুমাও। এভাবে মাথার জন দেহকে ছেড়ে দেয় বলে দৈনন্দিনতা নিয়মের সুর হারায় আর দেহের জন মাথাকে ফাঁকি দেয় বলে কাজের পাহাড় জমে যায়। মাথা ও দেহের দু'জনে মিলে যেন আমাকে ভুল করে চলে।
— May 05, 2019 01:10PM
.
মনে হয় যেন আমার মাথার ভেতরে একজন আর শরীরের ভেতরে আরেকজন বসবাস করে। মাথার ভেতরের জন বলে- দৌড়াও, চাবকে সোজা করে দাও যত অলস অস্থি-মজ্জা। শরীরের ভেতরের জন তখন ভয় পায়। সে তখন মাথার ভেতরের জনকে আহ্লাদ করে বলে- আজ না, আজ না হয় ঘুমাও। এভাবে মাথার জন দেহকে ছেড়ে দেয় বলে দৈনন্দিনতা নিয়মের সুর হারায় আর দেহের জন মাথাকে ফাঁকি দেয় বলে কাজের পাহাড় জমে যায়। মাথা ও দেহের দু'জনে মিলে যেন আমাকে ভুল করে চলে।
Like flag
