Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
.
হয়তো চাইছি কেটে যাক কিছু নির্ভয় দিন নির্ভার-নির্ভাবনায়!
হয়তো এটাই স্বপ্ন-স্বপ্ন হলুদাভ স্বাদ দু’চোখের!
আমি চাই ডানা ছোট্টো পাখিটা যেমন করে ছটফট,
আমি চাই শ্বাস কিছু বিশ্বাস কিছু বাতাসে মেশানো,
আমি চাই তুমি চেয়ে দ্যাখো কতো অফুরান এই আলোকের-
শুভ্র শুভ্র অজস্র কণা ভেসে ভেসে চলে মনে মনে;
আশ্রয় চাই, স্হান চাই সত্য হৃদয় কম্পনে ।
আমাদের যতো ইস্পাতবাঁধা যাত্রাপথে পীড়া দেয়-
সব ধুয়ে মুছে চির অম্লান আশা জাগানিয়া গান হোক?
— May 18, 2018 12:12PM
হয়তো চাইছি কেটে যাক কিছু নির্ভয় দিন নির্ভার-নির্ভাবনায়!
হয়তো এটাই স্বপ্ন-স্বপ্ন হলুদাভ স্বাদ দু’চোখের!
আমি চাই ডানা ছোট্টো পাখিটা যেমন করে ছটফট,
আমি চাই শ্বাস কিছু বিশ্বাস কিছু বাতাসে মেশানো,
আমি চাই তুমি চেয়ে দ্যাখো কতো অফুরান এই আলোকের-
শুভ্র শুভ্র অজস্র কণা ভেসে ভেসে চলে মনে মনে;
আশ্রয় চাই, স্হান চাই সত্য হৃদয় কম্পনে ।
আমাদের যতো ইস্পাতবাঁধা যাত্রাপথে পীড়া দেয়-
সব ধুয়ে মুছে চির অম্লান আশা জাগানিয়া গান হোক?
2 likes · Like flag
