Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
দুধকুমার ও ফুলকুমার নদীদের মোহনায় থাকে সে
জানি না আজো সেখানে থাকে কিনা
বলেছিলো কখনো এলে কদমের গোছা হাতে দাঁড়িয়ে থাকলে ঠিক চিনে নিও
খুঁজে খুঁজে নদী দুইটা বার করা না হওয়ায়
হারিয়ে যাওয়া মোহনার মত সেও হারিয়ে যায়।
এ বেদনায় কাল্পনিক নদীদ্বয়ের মাঝে গিয়ে বসে থাকে কেউ
রাত নেমে গেলে হেঁটে ছায়াপথের বাড়ি ফিরে ভাবে
সে এসেছিলো কিনা কদমের গোছা হাতে নদীদের তীরে
সে সংবাদ পাবার সব রকম উপায় খোয়া গেলে
দূরবর্তী এক মিটমিটে তারা খসে গেল
— Jun 05, 2018 03:26PM
জানি না আজো সেখানে থাকে কিনা
বলেছিলো কখনো এলে কদমের গোছা হাতে দাঁড়িয়ে থাকলে ঠিক চিনে নিও
খুঁজে খুঁজে নদী দুইটা বার করা না হওয়ায়
হারিয়ে যাওয়া মোহনার মত সেও হারিয়ে যায়।
এ বেদনায় কাল্পনিক নদীদ্বয়ের মাঝে গিয়ে বসে থাকে কেউ
রাত নেমে গেলে হেঁটে ছায়াপথের বাড়ি ফিরে ভাবে
সে এসেছিলো কিনা কদমের গোছা হাতে নদীদের তীরে
সে সংবাদ পাবার সব রকম উপায় খোয়া গেলে
দূরবর্তী এক মিটমিটে তারা খসে গেল
3 likes · Like flag
