MithunKS’s Reviews > সদত হসন মন্টো রচনাসংগ্রহ > Status Update
MithunKS
is on page 121 of 256
এই গৃহহীন, পরিবারছিন্ন অভাগিনীদের কথা যখন মনে পড়ে, চোখের সামনে তাদের ফোলা, ভরাট পেটের ছবি ভেসে ওঠে। এই গর্ভবতীদের কী হবে? গর্ভের ভিতর যে রয়েছে তার পরিণতি কী? নয় মাস গর্ভে থাকার পর যে প্রসব হতে চলেছে তার দায়িত্ব পালন করা হবে কোন পদ্ধতিতে? অর্ধেক পাকিস্তান, বাকিটা কি হিন্দুস্তান নেবে? হয়তো তাকে অনায়াসেই ঠেলে দেওয়া হবে প্রকৃতির নিষ্ঠুর হিংস্রতার গহ্বরে। অন্ধকারে তলিয়ে যাবে সে।
(আল্লার দোহাই - সদত হসন মন্টো)
— Apr 16, 2018 04:36AM
(আল্লার দোহাই - সদত হসন মন্টো)
Like flag

