MithunKS’s Reviews > তিন পয়সার জ্যোছনা > Status Update
MithunKS
is starting
বিশাল জনসভা, দিক দিক থেকে মানুষ এসেছে, মঞ্চে জিন্নাহ, সভা চলছে, এরই মধ্যে আসর নামাজের আজান পড়ল, ঘোষণা হলো- এখন নামাজ হবে, তারপর আবার সভার কাজ চলবে। সবাই নামাজে দাঁড়িয়েছে, মঞ্চ থেকে নেমে সব নেতাও দাঁড়িয়ে পড়েছেন নামাজের কাতারে, কেবল এক জিন্নাহ সাহেব বাদে! একা তিনি সটান বসে আছেন মঞ্চে- সাহেবি স্যুট, বাদামি শাদা দু'রঙা জুতো, পায়ের ওপর পা, হাতে জ্বলছে সিগারেট, জিন্নাহ সাহেব সিগারেট টানছেন।
— May 20, 2018 07:17AM
Like flag

