MithunKS’s Reviews > মংপুতে রবীন্দ্রনাথ > Status Update

MithunKS
MithunKS is on page 43 of 256
রথেনস্টাইনের বাড়িতে ইয়েটস্ যেদিন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করলে 'গীতাঞ্জলি' শোনাবার জন্যে, সে যে কি সংকোচ বোধ করেছিলুম বলতে পারিনে। বার বার বলেছি কাজটা ভালো হবে না। ইয়েটস্ শুনলে না কিছুতে। বড় বড় লোকেরা এলেন, হ'ল 'গীতাঞ্জলি' পড়া। কারো মুখে একটি কথা নেই-চুপ করে শুনে চুপচাপ সব বিদায় নিয়ে চলে গেল-না কোন সমালোচনা, না প্রশংসা, না উৎসাহসূচক একটি কথা! তার পরদিন থেকে আসতে লাগল চিঠি- উচ্ছ্বসিত চিঠি- চিঠির স্রোত!
Oct 17, 2018 09:17AM
মংপুতে রবীন্দ্রনাথ

flag

No comments have been added yet.