MithunKS’s Reviews > শাংগ্রিলার খোঁজে > Status Update

MithunKS
MithunKS is on page 186 of 192
বাষট্টির চিন-ভারত যুদ্ধের সময়ের কথা। সেই সময় চারপাশে জঙ্গল আরও বিস্তৃত ছিল। চিনা ফৌজ ঢুকে পড়ার পর দিনের পর দিন লুকিয়েছিল গ্রামের মানুষ। তখন শরতের শেষ, নীচের দিকে খেতগুলোয় ফসল পেকে উঠেছে। সেসব ছেড়ে, এমনকি পোষ্য গরী চমরি ছেড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল গোটা অঞ্চলের মোনপারা। যুদ্ধ মিটলে ফিরে এসে দেখে চিনা সৈন্যরা খেত থেকে ফসল কেটে আঁটি বেঁধে পরিপাটি করে গুছিয়ে রেখে গিয়েছে। গবাদি পশুর জন্য জংলি ঘাসপাতাও জড়ো করে গিয়েছে।
Aug 06, 2019 03:18AM
শাংগ্রিলার খোঁজে

flag

MithunKS’s Previous Updates

MithunKS
MithunKS is on page 163 of 192
১৯৫৯সালে চিন তিব্বত দখল করার বছর তিরিশেক পরে বিশ্বজুড়ে বাজার অর্থনীতির হাওয়ায় চিনের দরজা খুলল, ইউনান প্রদেশে একটি কাউন্টির নাম সরকারিভাবে রাখা হল শাংগ্রিলা। শাংগ্রিলা, ওরফে শাম্ভালা: তিব্বতি তন্ত্রে মন্ত্রে লুকোনো কল্পভূমি হাঙ্গেরিয় প্রাচ্যবিদ থেকে ব্রিটিশ উপন্যাস ও হলিউডের হাত ঘুরে, পশ্চিম বিপণি আর দক্ষিণ এশিয় পর্যটনের বাজার হয়ে আত্মপ্রকাশ করল চিনের মানচিত্রে, বিশ শতকের শেষে, বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনশিল্পের দেশে।
Jul 29, 2019 06:24PM
শাংগ্রিলার খোঁজে


MithunKS
MithunKS is on page 149 of 192
সমুদ্রতল থেকে ১৫হাজার ফুট উঁচু পৃথিবীর ছাতের ওপর আবহাওয়া আশ্চর্যরকম স্বচ্ছ, বাতাস নির্মল, দৃষ্টি বাধা পাবার মতো একটিও বাড়িঘর বা গাছপালার চিহ্নমাত্র নেই। সূর্যাস্তের প্রহরে যে বর্ণচ্ছটা এখানে দেখা যায়, তা কেবল প্রত্যক্ষ করা যায় মূল্যবান রত্নপাথরে, শিল্পীর ক্যানভাসে কখনোই নয়। চুনির লাল, নীলকান্তমণির নীল- রঙগুলো যেন আকাশের গায়ে চাপানো নেই, যেন আকাশের ভেতর থেকে নিংড়ে বেরিয়ে আসছে।আর কী দ্রুততায় একে অপরের মধ্যে মিশতে থাকে।
Jul 12, 2019 05:17PM
শাংগ্রিলার খোঁজে


MithunKS
MithunKS is on page 14 of 192
১৮৭৯ সালে কিন্টুপকে সাংপো নদের রহস্য সন্ধানে পাঠানো হল যখন, তিব্বত তখনও বহিরাগতদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ, হিমালয়ের আড়ালে চিররহস্যের দেশ। সেই রহস্য যেমন সেখানে বসবাসকারী মানুষ ও তাদের জীবনধারা ঘিরে, তেমনই তার বিচিত্র দুর্গম ভূপ্রকৃতি ঘিরেও। এদিকে ততদিনে এই উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্যের মানচিত্রে উঠে এসেছে। সেই মানচিত্রে গোটা উনিশ শতকজুড়েই তিব্বত একটি দগদগে সাদা শূন্যস্থান।
Jun 20, 2019 11:36PM
শাংগ্রিলার খোঁজে


No comments have been added yet.