Fatema-tuz Shammi’s Reviews > মানবজনম > Status Update
Fatema-tuz Shammi
is on page 55 of 528
সাদাত হোসাইন এর টেনে টেনে গল্প বাড়ানোর বহু কাহিনী শুনেও ( কিছুটা দৃষ্টিগোচরকরে) এই বই পড়ার সাহস করলাম। অনেকে ভালো বলেছে আর প্রথম কয়পেজ পড়ে মনে হলো না পড়তে হবে! কারন গ্রামীণ পটভূমি নিয়ে লিখা পড়তে ভালো লাগে।যেভাবে দিনকে দিন গ্রাম বিলীন হয়ে যাচ্ছে তো সেখানে উপন্যাস ই ভরসা ;-) একটি স্বাদ নেই গ্রামীণ জীবনের!!
— Oct 24, 2020 05:07AM
4 likes · Like flag
Fatema-tuz ’s Previous Updates
Comments Showing 1-15 of 15 (15 new)
date
newest »
newest »
আপনাদের আলাপে নাক গলাইতেছি, এই জন্য মাফ করবেন। কিন্তু সত্যি কথা বলতে সাদাত ভাই যা বেপথে যাওয়ার চলে গেছেন! উনি আর লাইনে আসবেন না। গল্প বলার একটা প্রতিভা ছিল, ভালো গল্প ফাদেন। কিন্তু নিজের মৌলিকত্ব এক ফোটাও নেই। প্রভাব খারাপ না,অনেক বাঘা বাঘা লেখকই প্রভাবিত, কিন্তু তারা নিজের মৌলিকত্ব বিকাশে গুরুত্ব দেন। সাদাত ভাইয়ের এইসব কোনো চিন্তাভাবনা নেই, উনি হুমায়ূনের প্রভাব নিয়ে বিরাট খুশি, তা উনার পোস্ট ফোস্ট দেখলে বুঝা যায়। হুমায়ূনরে উনি ঈশ্বর মানেন। আর হুমায়ূনের একটা বিশেষ গুণ ছিল যে উনি মধ্যবিত্ত ক্লাস্টারটাকে সবচে' ভালো ব্যাখ্যা করতে পারতেন, সাদাত ভাইয়ের সেই গুণও নেই। উনার লেখালেখির গুণ হুমায়ূনের শেষের দিকের লেখালেখির কাছাকাছি।
আর গল্প টেনে লম্ভা করা!!! সেইটা আর না বলি। উনার লেখায় সমসাময়িক লেখকদের তুলোনায় ন্যাকামির মাত্রা কম, এইটা একটা পজেটিভ দিক। কিন্তু নিজেরে ইম্প্রুভ করার কোনো ইচ্ছা উনার মধ্যে নাই, বিষয়টা দুঃখজনক। উনারে বাঙালি ভুলে যাবে, এই ভাষা ভুলে যাবে...এবং ব্যাপারটা অতি শিগগির ঘটবে। এইটা বোধহয় উনার মাথায় ঢুকতেছে না। মাথায় ঢুকলে লোকটা শাইন করতে পারত।
জ্বি বিমুক্তি ভাই। এইটা নিয়ে বিস্তর আফসোস করলাম। উনি তো ইদানীং দেখি সমালোচনাকেও ভালো চোখে নিতেছেন না😑😑হুমায়ূন আহমেদের বেশ কিছু বই পড়ার পরে দেখি উনি তো পুরাই হুমায়ূন ঘেষা।আমি উনার অন্দরমহল আর নতুন যেটা নামলো সেটা বাদ দিয়ে সবগুলাই পড়েছি (কবিতার বই একটা পড়েছি)। ভেবেছিলাম উন্নতি ঘটবে। কিছুদিন আগেও মনে হয়েছিল কিছু বৈশিষ্ট্য পাল্টাবেন কিন্তু তেমন লক্ষণ দেখতেছি নাহ। কি জানি পরে কি হবে!
নাম তো উনি কামিয়েছেনেই কিন্তু এভাবে কিভাবে কি? আমি নিজেও যা উনার লেখাকে পছন্দ করেছিলাম কিন্তু ইদানীং হতাশ হয়ে গেছি।
আপনি মজুমদার ভাই ছাইড়া বিমুক্তি ভাই ধরছেন দেখে খুশি হইলাম^_^সাদাত ভাইয়ের উপর আর প্রত্যাশা রাখা ঠিক না, উনি আর ঠিক হবেন না। লোকটা নিজেরে বদলানোর চেষ্টা করতেছে না, এইটা ভেবে আমার খারাপ লাগতেছে খুব। উনার পড়াশোনার বিস্তার নিয়েও আমার সন্দেহ আছে, একজন লেখক হইতে হইলে দুনিয়ার সব কিছুই পড়তে হয়। উনি সেইভাবে পড়াশোনা করলে এতো বই লেখার পরও উনার এইসব দোষ থাকার কথা না। কারণ হুমায়ূনের থেকে বহুৎ বড় বড় রাইটার বাংলা সাহিত্যে রয়েছে, তাদেরকেও যদি হালকা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতেন তাইলেও এই দোষ কিছুটা কাটত। কিন্তু উনি কিছুই করতেছেন না। মৌরি মরিয়ম বলেন না, উনি ক্লাস এইটের লেখা উপন্যাস প্রকাশ করতেছেন.....ক্লাস এইটের একটা মেয়ে কতোটুকুই আর সাহিত্য নিয়ে জানে? লেখালেখিরে হালকা ভাবে নেয়া উচিত না, এইটা অনেক কঠিন একটা বিষয়। আর সেল্ফ স্যাটিস্ফেকশনও একটা খারাপ জিনিস, সাদাত ভাইয়ের এই জিনিস প্রবল।
দেশে সিরিয়াস পাঠকের সংখ্যা বাড়তেছে, এরা দেশ বিদেশের সব কিছুই পড়ে। তাই এইসব করে উনি টিকতে পারবেন না। নিজের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্টাল লেখা লিখতে হবে। এক দুইটা বই খারাপ হইলে সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হবে। এইটা উনি বুঝপেই হইলো, নইলে ইমদাদুল হকের মতো একসময় খালি টকশো করে বেড়াইবেন....বইপত্র লোকজন কিনবে না। খারাপ লাগতেছে লোকটার জন্য।
কিসের কি মজুমদার ভাই! 🙄সাহিত্য আর নিজের ভালো না বুঝলে ঝামেলা।
আমি এখন নতুন রাইটারদের বই না পড়ার দিকে আছি। কয়েকজনের বই পড়ে আপাতত ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে আছি😤
আগের লেখকদের কত কত বই পড়া বাকি, ঐগুলাই পড়তে থাকি😕
কিসের কি রাফি ম্যাডাম🙄নতুন লেখকদের মানে এই কিঙ্কর, মৌরি, সাদাত...এইসব মহারথীদের বই আমিও পড়ব না। ইনারা পড়াশোনা না করেই মাঠে নামছেন, কোনদিন কিছু সত্যিকারের সাহিত্যিক ময়দানে নামলে উনারাও ছ্যাকা খেয়ে দৌড় তুলবেন। সেইটার অপেক্ষায় আছি।
জ্বী, পুরাতন লেখক অনেককেই পড়ার বাকি, বাংলা সাহিত্য অনেক বড় একটা বিষয়। মানসম্মত লেখকেরও কমতি নাই। উনাদের পড়েই সারাজীবন কাটায় দেয়া যাবে। আর ভালো লেখক একদিন ঠিকই আসবে, এই খরা থাকবে না।
মানে সবাই বলতেছে সাদাত হুমায়ুন এর মতো করে লিখে? আমার মনে হয় আসলে লিখে না চেষ্টা করে! আর আপনাদের কথা যদি সত্যি হয় তাহলে উনি হয়তো ভাবছে হুমায়ুন এর মতো উনার লেখার জন্য ও মানুষ মুখিয়ে থাকবে।কিন্তু আদতে সেটা হয়তো হবে না যদি তিনি এভাবে চালিয়ে যান৷ আমার মনে হয় উনার বর্ননাশৈলী এর চেয়ে হুমায়ুন এর বর্ননা শৈলী আরও পরিণত৷ উনার বই পড়তে গেলে সবারই শুনি বিরক্তি ধরে। যাইহোক এটা পড়তে নিছিলাম গ্রাম্য কাহিনি দেখে আকৃষ্ট হয়ে এখন তো দ্বিধায় পরে যাচ্ছি :-)
ঐটাই তো সবাই বলতেছে! তার মতো করার ট্রাই করে আর কি।প্যারা নাই।
দিন চলছে, যাবে।
এই বইটা আমার কাছে ভালোই লাগছে😁😁
@Fatema-tuz Shammi, পড়েন পড়েন। এই বইটা উনার বেস্ট বই(বিশ্বস্ত রেফারেন্স)। এইটা পুরো পড়েই নাহয় ঠিক করবেন উনার বই পড়বেন কি পড়বেন না। এইটা ভালো না লাগলে আর কোনোটাও ভালো লাগবে না,আর লাগলে বাকিগুলো ট্রাই করতে পারেন...এইরকম ব্যবস্থা আরকি।আমি একটা রিভিউ লিখব উনার বই নিয়া, সেখানে হুমায়ূন আর উনার লেখার মধ্যে পার্থক্যটা দেখানোর ইচ্ছা আছে।
কারো কমেন্টের সাথে বিনোদন ও অতিরিক্ত বিশ্লেষণ সাথে শত শত বালতি মনের মাধুরী মেশানো ব্যক্তবের অভাব পড়লে বিমুক্তি নকালেই হবে।ব্যস ষোলকলা পূর্ণ হয়ে যাবে😏
যাহা বিশ্বাস করি তাহাই লিখি গো আপা! তাহাই লিখি। আমার কমেন্টস আপনার বিনোদন মনে হয়? তা হোক, সমস্যা নাই। তবে আমার কমেন্টে আপনি মনের মাধুরী কই পেলেন সেইটা ভেবে পাইতেছি না। মধু বলতে তো কিছু নাই এইখানে, সবই তো বিষ ঢাললাম। আর রিফাত ম্যাডাম যে আমারে সাপোর্ট দিয়া(এই কমেন্ট কইরা আপনিও দিতেছেন) এতোদূর লিখতে আগায় দিলেন, সেইগুলা তো আপনার চোখে পড়বে না। আপনারা আলোচনার নেশা লাগায় দিবেন, আর শেষে সব দোষ আমার🥺অবাক দুনিয়া! গরুর মাংস খাইতে আসতেছি কাল, রাইন্ধা রাখেন। ছোট ভাইটারে খাওয়াইবেন না আপা?🙂 সেদিন এতো করে বললাম....হাতে পায়ে ধরা টাইপ অবস্থা....দাওয়াত দিলেন না। আজ অন্তত ফিরায় দিয়েন না।
কচু কয় বাটি খেতে পারবা?একা আসবা না সাথে তোমার মত আরো গাছবান্দর থাকবে কয়েকটা?ও হা শোনো থালাবাসন মাজতে পারো?
Rifat wrote: "ঐটাই তো সবাই বলতেছে! তার মতো করার ট্রাই করে আর কি।প্যারা নাই।
দিন চলছে, যাবে।
এই বইটা আমার কাছে ভালোই লাগছে😁😁"
তাই তো আমি পড়তে নিছি৷ আল্লাহ ভরসা😎
বিমুক্তি(Vimukti) wrote: "@Fatema-tuz Shammi, পড়েন পড়েন। এই বইটা উনার বেস্ট বই(বিশ্বস্ত রেফারেন্স)। এইটা পুরো পড়েই নাহয় ঠিক করবেন উনার বই পড়বেন কি পড়বেন না। এইটা ভালো না লাগলে আর কোনোটাও ভালো লাগবে না,আর লাগলে বাকিগুলো ট্রা..."ওকে তবে তাই করি 😀
Esrat wrote: "কচু কয় বাটি খেতে পারবা?একা আসবা না সাথে তোমার মত আরো গাছবান্দর থাকবে কয়েকটা?ও হা শোনো থালাবাসন মাজতে পারো?"
কচু ছাড়া আর কিছু রান্না করতে পারেন না সেইটা বললেই হয়, এতো ঘুরান প্যাচান ক্যান।
আর থালাবাসন! হুহ! এই লকডাউনে এক রান্না ছাড়া সব মা ঘাড় ধরে শিখায় দিছে। কাপড় ধুয়া, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেয়া....থাক আর নিজের প্রশংসা করতেছি না। পরে বলবেন এসব বলে মেয়ে....এরকম হীরের টুকরো ছেলে পাওয়া তো আর এতো সোজা না।
কচু খাইতেই আসব, আর সঙ্গে করে কিছু বান্দরও নিয়ে আসব। ছেলে বান্দর-মেয়ে বান্দর...দুই টাইপের বান্দরই আসবে আমার সঙ্গে। কচুটা এটলিস্ট ঠিক কইরা রাইন্ধেন। বান্দরগুলারে বলসি, আমার এ বোন খুব ভালো রান্ধেন। একটা মান ইজ্জত আছে, বুঝতেছেনই তো😓


হুমায়ূন ঘেষা ভাব আর টানাটানি বাদ দিলে সাদাত হোসাইন কিন্তু বেশ প্রশংসার সাথেই নাম কামাতে পারতেন😁