Rubell’s Reviews > ধূসর পাণ্ডুলিপি > Status Update

Rubell
Rubell is on page 15 of 115
"ধূসর পান্ডুলিপি" নয়, "ধূসর পাণ্ডুলিপি"। পাণ্ডুলিপি বানানটা কোন এক লাইব্রেরিয়ান ভুল করে অ্যাড করেছিলেন। সব কটা বইয়ের টাইটেল এডিট করতে হল। অনেকেই রিভিউতেও ভুল নাম লিখেছেন। তারাও যদি পান্ডুলিপি কেটে পাণ্ডুলিপি লিখতেন!
Sep 16, 2021 03:13AM
ধূসর পাণ্ডুলিপি

3 likes ·  flag

Comments Showing 1-4 of 4 (4 new)

dateUp arrow    newest »

message 1: by [deleted user] (new)

"ন্ড" আর "ণ্ড" আমিও গুলিয়ে ফেলি :p


Rubell Arupratan wrote: ""ন্ড" আর "ণ্ড" আমিও গুলিয়ে ফেলি :p"
ন আর ণ এর ঝামেলা আমারও হয়। আর ইদানিং এসব ছোটখাটো ভুল বানান পাত্তা দিই না। কিন্তু মূল বইয়ের নামটাই ভুল রেজিস্টার হয়েছে। জীবনানন্দ দাশ দেখলে কেমন রাগ করবেন বলুন!


message 3: by Harun (new)

Harun Ahmed প্রথমবার পড়ছেন এই বই?"ধূসর পাণ্ডুলিপি" আমার কাছে এক মহাজাগতিক বিস্ময়।এটা যারা প্রথমবার পড়ছে তাদের সৌভাগ্যকে আমি হিংসা করি।


Rubell Harun wrote: "প্রথমবার পড়ছেন এই বই?"ধূসর পাণ্ডুলিপি" আমার কাছে এক মহাজাগতিক বিস্ময়।এটা যারা প্রথমবার পড়ছে তাদের সৌভাগ্যকে আমি হিংসা করি।"

হ্যা ভাই, প্রথমবারই বলা যায়। আবার প্রথমবার না। শ্রেষ্ঠ কবিতার সংকলন পড়েছিলাম অনেকদিন আগে। তবে এখন নতুনের মতই লাগছে। আমি অবশ্য প্রথমপাঠে মজা কম পাই, বুঝতে সময় লাগে, একটা কবিতা কয়বার পড়ে চেনা হয়ে গেলে আপন আপন লাগে। তখন সত্যিই মহাজাগতিক বিস্ময় হয়ে ধরা দেয়, আপনি মনের কথা বলেছেন।


back to top