Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]’s Reviews > শ্যামল ছায়া > Status Update

Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]
Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ] is on page 35 of 48
ফ্ল্যাপের লেখাগুলো দিয়ে দিলাম কমেন্ট বক্সেঃ
Jul 22, 2022 12:48AM
শ্যামল ছায়া

flag

Comments Showing 1-1 of 1 (1 new)

dateUp arrow    newest »

Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ] ফ্ল্যাপে লেখা কিছু কথা
আমার বাবা পুলিশ অফিসার ছিলেন।
উনিশ শ’ একাত্তর সনের পাঁচই মে তাঁকে দেশপ্রেমের অপরাধে পাক আর্মি গুলি করে হত্যা করে। সে-সময় আমার ছোট ছোট ভাইবোনদের নিয়ে বরিশালের এক গ্রামে লুকিয়ে আছি। কী দুঃসহ দিনই না গিয়েছে। বুকের ভেতর কিলবিল করছে ঘৃণা, লকলক করছে প্রতিশোধের আগুন। স্বাধীনতা-টাধীনতা কিছু নয়, শুধু ভেবেছি, যদি একবার রাইফেলের কালো নলের সামনে ওদের দাঁড় করাতে পারতাম।
ঠিক একই রকম ঘৃণা, প্রতিশোধ গ্রহণের একই রকম তীব্র আকাঙক্ষা সেই অন্ধকার দিনের অসংখ্য ছেলেকে দুঃসাহসী করে তুলেছিল। তাদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো সহায় সম্বল ছিল না; কিন্তু শ্যামল ছায়ার জন্যে গাঢ় ভালোবাসা ছিল। আমার ‘শ্যামল ছায়া’ সেইসব বন্ধুদের প্রতি শ্রদ্ধা।
-হুমায়ূন আহমেদ


back to top