سمية ’s Reviews > মনোজদের অদ্ভুত বাড়ি > Status Update
سمية
is 35% done
আহা! হাসতে হাসতে মরে যাওয়ার জোগাড় দেখছি! সানডে সাসপেন্সে শুনছি। তিন ঘন্টা ১১ মিনিটের মধ্যে এক ঘন্টা ফুড়ুৎ করে শেষ হয়ে গেল। বইয়ের নামের সার্থকতা একেবারে ষোলআনা হয়েছে। কি ক্যারেক্টার মাইরি একেকটা! 😂😂😂
— Aug 23, 2022 12:26PM
Like flag

