Abdul Ahad’s Reviews > ব্যাস > Status Update
Abdul Ahad
is on page 68 of 128
'কৃষ্ণদ্বৈপায়ণ ব্যাসের' জন্ম বৃত্তান্ত দিয়ে উপন্যাসের শুরু। কাহিনি এখন প্রবেশ করেছে মহাভারতে। মহাভারতের বিশালতার মধ্যে পরিমিতবোধ ধরে রাখা সহজ কাজ নয়। শাহযাদ ফিরদাউস সেই কঠিন ব্যাপারটা বইয়ে খুব সহজে উপস্থাপন করছেন।
মহাভারত দার্শনিকবোধে সমৃদ্ধ। তাই বইয়েও লেখক অসাধারণ জীবনবোধ আর গূঢ় দার্শনিক সংলাপের রস কথোপকথনে তুলে এনেছেন।
মহাভারত নতুন কিছু নয়, তারপরও যেন সবসময় নতুন, তার চাকচিক্য একেক সময় একেক রঙে রঙিন হয়ে ফুটে ওঠে।
— May 18, 2023 10:21PM
মহাভারত দার্শনিকবোধে সমৃদ্ধ। তাই বইয়েও লেখক অসাধারণ জীবনবোধ আর গূঢ় দার্শনিক সংলাপের রস কথোপকথনে তুলে এনেছেন।
মহাভারত নতুন কিছু নয়, তারপরও যেন সবসময় নতুন, তার চাকচিক্য একেক সময় একেক রঙে রঙিন হয়ে ফুটে ওঠে।
Like flag

