Foysal Ahamed’s Reviews > অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা > Status Update
Foysal Ahamed
is reading
“স্বাধীনতা লাভের প্রায় ৫২ বছর পরেও আমাদের কোন অভাব দূর তো হলই না, বরং যত দিন যাচ্ছে ততই যেন জাতি হিসেবে আমরা মর্যাদাহীন হয়ে পড়ছি, নিস্তেজ হয়ে পড়ছি। বুক ভরা আশা-স্বপ্ন আজ রূপান্তরিত হয়েছে গ্লানী ও হতাশায়। সম্মান, জাতীয়তাবোধ, মর্যাদাবোধ, সামাজিক ও মানবিক মূল্যবোধ এ সব কিছুই যেন বিধ্বস্ত । এক কথায়, বিবেক আজ বিভ্রান্ত। সুবিধাবাদ এবং অযোগ্যতার মহড়ায় গোটা জাতি আজ নীরব নিশ্চল অসহায় জিম্মী।”
— Aug 04, 2023 06:52PM
Like flag

