হাঁটুপানির জলদস্যু’s Reviews > সংগঠন ও বাঙালি > Status Update

হাঁটুপানির জলদস্যু
হাঁটুপানির জলদস্যু is on page 62 of 80
অধ্যাপক সায়ীদ লিখেছেন, "বাঙালির স্বাস্থ্য ও কর্মতৎপরতার অনটন আমাকে ছেলেবেলা থেকে কষ্ট দিয়ে আসছে। ব্যাপারটাকে আমার কাছে বাঙালির উন্নতির একটা বড় অন্তরায় বলে মনে হয়েছে। এ সমস্যাকে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে বহুদিন আমি নানাভাবে চিন্তা করেছি। অনেক সময় হাস্যকরভাবেই মনে হয়েছে বাঙালিদের সঙ্গে যদি আরো বেশি করে আর্য মঙ্গোলীয় বা নিগ্রো রক্তের মিশ্রণ ঘটানো যেত তবে এই সমস্যার কিছুটা সমাধান হয়তো হত।"

কী কুরুচিকর!
Jun 29, 2015 06:41AM
সংগঠন ও বাঙালি

flag

হাঁটুপানির’s Previous Updates

হাঁটুপানির জলদস্যু
হাঁটুপানির জলদস্যু is on page 11 of 80
শুরুতেই হোঁচট খেলাম। অধ্যাপক সায়ীদ লিখেছেন, "১৯৭১ সালের আগে বাঙালি কোনোকালে স্বাধীন ছিলো না। এই সময়কার সবখানি ইতিহাস পুরোপুরিই এক নিরবচ্ছিন্ন পরাধীনতার ইতিহাস। কখনো পালেরা আমাদের শাসন করেছে, কখনো সেনেরা, কখনো মোগল, কখনো পাঠান, কখনো বৃটিশ, কখনো পাকিস্তান।"

শাসকদের তালিকায় পাল বংশের নাম দেখে মনে হলো, পাল বংশ যে বাঙালির গণভোটে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে (বরেন্দ্র), এই ব্যাপারটা অধ্যাপক সায়ীদ কৌশলে চেপে গেলেন।
Jun 29, 2015 05:33AM
সংগঠন ও বাঙালি


No comments have been added yet.