Emtiaj’s Reviews > কলকাতার ফিরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ > Status Update

Emtiaj
Emtiaj is on page 21 of 105
উঃ কি ভারি মাল রে বাবা
নাঃ! এটা একটা হাতি।
উঃ! এর কি ভীষণ ওজন
এসো এটাকে আমরা নাবিয়ে দি।
এসো একে আমরা দিই কাদায় ফেলে-
তারপর ওর যা হবে হোক
কিন্তু ভাইরে, তাহলে বেটা
ওর মোটা লাঠি দিয়ে আমাদের ঠ্যাঙাবে।
তাই জলদি করে চলা যাক্‌
লাফিয়ে চলো চট্‌পট্‌।

**

ইনি মোটেই ভারি নয়
কাব্বাডা (খবরদার)
ছোট বাবা মিসি
কাব্বাডা
চট্‌পট্‌ নিয়ে চল
কাব্বাডা
মিসি বাবা
কাব্বাডা।

পালকির বেয়ারাদের গাওয়া গান!
Sep 03, 2015 04:02AM
কলকাতার ফিরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ

flag

No comments have been added yet.