Mobarak Hossain Nazim’s Reviews > কাঁদো নদী কাঁদো > Status Update
Mobarak Hossain Nazim
is finished
ওয়ালীউল্ল্যাহ'র সব কয়টি বই এ পড়বো। এতো কম জায়গায় এতো বিস্তর কাহীনি বর্ননা করা অন্য কোন লেখকের পক্ষে সম্ভব কিনা জানা নেই।
একদিনের স্টীমার যাত্রার কাহীনি থেকে 'আমি' আমাদের নদীর গভীর থেকে গভীরে নিয়ে যায়। অন্ধবিশ্বাস,মাটির প্রতি মানুষের টান,জীবনের গভীর পর্যবেক্ষণ এই বইতে দেখতে পাই।
ভালো লেগেছে সব মিলিয়ে।
— Apr 07, 2024 09:21AM
একদিনের স্টীমার যাত্রার কাহীনি থেকে 'আমি' আমাদের নদীর গভীর থেকে গভীরে নিয়ে যায়। অন্ধবিশ্বাস,মাটির প্রতি মানুষের টান,জীবনের গভীর পর্যবেক্ষণ এই বইতে দেখতে পাই।
ভালো লেগেছে সব মিলিয়ে।
Like flag

