Mahfuj Imon’s Reviews > মনের উপর লাগাম > Status Update
Like flag
Mahfuj’s Previous Updates
Mahfuj Imon
is on page 20 of 103
শুরু করলাম। আত্মশুদ্ধি বিষয়ক বইগুলোর জন্যে ইবন্যুল জাওযী রহ. একজন প্রসিদ্ধ লেখক৷ ছোট ছোট বাক্য এবং অল্প শব্দে এতো চমৎকার লেখনিতে কুরআন এবং হাদিসের সারনির্যাসকে একটা লেখায় নিয়ে আসেন সেটা উনার লেখা না পড়লে জানাই হতো না৷ অল্প পাতা পড়ে বুঝতে পারছি উনি কিসব রত্ন রেখে গেছেন আমাদের জন্যে। শীঘ্রই হয়তো বইটার শেষ পাতায় চলে যাবো তবে বইটার আলোচনা থেকে পাওয়া শিক্ষাগুলোর চর্চা এবং বারবার পাঠ করা সম্ভবত আত্মশুদ্ধির জন্যে জরুরি।
— Nov 21, 2024 07:05AM

