কবি Quotes

Rate this book
Clear rating
কবি কবি by Tarashankar Bandyopadhyay
2,571 ratings, 4.45 average rating, 322 reviews
কবি Quotes Showing 1-7 of 7
“এই খেদ মোর মনে
ভালবেসে মিটল না আশ- কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?”
Tarashankar Bandyopadhyay, কবি
tags: life, love
“কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে?
কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে?”
Tarashankar Bandyopadhyay, কবি
“এ ভুবনে ডুবল যে চাঁদ সে ভুবনে উঠল কি তা?
হেথায় সাঁঝে ঝরল যে ফুল হোথায় প্রাতে ফুটল কি তা?
এ জীবনের কান্না যত― হয় কি হাসি সে ভুবনে?
হায়! জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?”
Tarashankar Bandyopadhyay, কবি
“সংসারে যে সহ্য করে সেই মহাশয়।
ক্ষমার সমান ধর্ম কোন ধর্ম নয়॥”
Tarashankar Bandyopadhyay, কবি
“অবাধ্য মন লজ্জা পায় না, দুঃখিত হয় না।”
Tarashankar Bandyopadhyay, কবি
“চাঁদ দেখে কলঙ্ক হবে ব’লে কে দেখে না চাঁদ?
তার চেয়ে চোখ যাওয়াই ভাল ঘুচুক আমার দেখার সাধ।”
Tarashankar Bandyopadhyay, কবি
“এত কাছে হইতে এমন করিয়া একা বসিয়া দু'চোখ ভরিয়া নিতাই জীবনের ওপারকে কখনও দেখে নাই । জীবনের ওপারে মৃত্যুপুরী, মরণ ওখানে বসিয়া আছে ।”
Tarashankar Bandyopadhyay, কবি