রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা Quotes

Rate this book
Clear rating
রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা by Tapan Raychaudhuri
119 ratings, 4.54 average rating, 22 reviews
রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা Quotes Showing 1-1 of 1
“রাজনীতির খাতিরে উনি (শেরেবাংলা ফজলুল হক) একাধিকবার দল বা জোট বদল করেছেন। যে ঘটনার কথা লিখতে যাচ্ছি সে ঘটনার সময় উনি মুসলিম লীগের পক্ষে। কৃষক প্রজা দলের ছাত্ররা স্টিমার ঘাটে কালো নিশান নিয়ে বিক্ষোভ দেখাবার জন্য প্রস্তুত হয়েছে। গণ-সমর্থকদের শেখান হয়েছে, হকসাহেব স্টিমারের সিঁড়ি বেয়ে নামলেই তারা নিশান আস্ফালন করে “shame! shame!” বলে ধিক্কার দেবে। কিন্তু ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেল। ঐ বাঘের মত মানুষটিকে সামনে দেখে নিশানবাহীরা পালাবার পথ পায় না। অতি সঙ্কোচে মুখ হাতে ঢেকে বিক্ষোভকারীরা শ্রীরাহিকার মত নরম সুরে বলল, “ শ্যাম! শ্যাম!” হক সাহেব মুচকি হেসে এগুলেন। পরবর্তী স্টপ আমাদের বাড়ি। সেখানে ওঁর বাল্যবন্ধু ইন্দভূষণ গুপ্ত বসে আছেন সদলে: “আইজ আউক! ফজলুরে আইজ ধোয়ামু”। হক সাহেব ঢোকামত্র ইন্দুবাবুর আক্রমণ: “ফজলু, তর লইগগা ভদ্দরসমাজে আর মুখ দ্যাহান যায় না।“ হক সাবেহ গভীর সহানুভূতির দৃষ্টিতে বালুবন্ধুকে কিছুক্ষণ দেখে বললেন, “হেইলে ত তর বড় মুশকিল! ভদ্দরসমাজে মুখ দ্যাহাইতে পারিস না? তয় হোগাটা দেহাইস।“ এই ঋষি বাক্যের পশ্চিমবঙ্গানুবাদ আর দিলাম না।”
Tapan Raychaudhuri, রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা