আগুনপাখি Quotes

Rate this book
Clear rating
আগুনপাখি আগুনপাখি by Hasan Azizul Huq
490 ratings, 4.48 average rating, 84 reviews
আগুনপাখি Quotes Showing 1-3 of 3
“আমাকে কেউ বোঝাইতে পারলে না যি সেই দ্যাশটো আমি মোসলমান বলেই আমার দ্যাশ আর এই দ্যাশটি আমার লয় । আমাকে আরো বোঝাইতে পারলে না যি ছেলেমেয়ে আর জায়গায় গেয়েছে বলে আমাকেও সিখানে যেতে হবে । আমার সোয়ামি গেলে আর আমি কি করব ? আমি আর আমার সোয়ামী তো একটি মানুষ লয় , আলেদা মানুষ। খুবই আপন মানুষ, জানের মানুষ , কিন্তুক আলেদা মানুষ ।”
হাসান আজিজুল হক, আগুনপাখি
“কলকেতার রাস্তায় ডেরেন দিয়ে কলকল করে মানুষের রক্ত বয়ে যেছে। মোসলমানের রক্ত, হিঁদুর রক্ত। আলেদা কিছুই লয়, একই রক্ত। ঐ ডেরেনে হিন্দু-মোসলমান এক।”
Hasan Azizul Huq, আগুনপাখি
“গাঁয়ের আদ্দেকের বেশি মানুষ অ্যাকন ন্যংটো থাকছে, দিনের বেলায় বেরুইতে পারছে না। যারা বেরুইচে, ভাগ্যিস তাদের শরম নাই- বুড়ো-বুড়ি, রোগে-শোকে মরা মানুষ— তাদের ইজ্জত থাকল, না থাকল না, কে সি কথা ভাবছে? কিছুই নাই, কিছুই নাই! যুদ্ধতেই এই!”
Hasan Azizul Huq, আগুনপাখি