আজ যদি আমাকে জিগ্যেস করো Quotes

Rate this book
Clear rating
আজ যদি আমাকে জিগ্যেস করো আজ যদি আমাকে জিগ্যেস করো by Joy Goswami
58 ratings, 3.83 average rating, 6 reviews
আজ যদি আমাকে জিগ্যেস করো Quotes Showing 1-2 of 2
“– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে

— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান

— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি

— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা

— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী আর করব? জড়িয়ে ধরব ওকেই

বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!”
Joy Goswami, আজ যদি আমাকে জিগ্যেস করো
“পরমুখাপেক্ষী দিন, কালো সূত্রপাত, মুখনাড়া—
হয়তো প্রকাশ্য নয়, ভিক্ষা তবু, হাতপাতা তবু
একদিন একদিন ক'রে ঋণ যায় দানের মকুবে
অমানী অক্রোধী দিন, অপ্রবাসী ভাড়ার বাড়িতে
পিছনে উচ্ছেদপত্র, দুয়ারে প্রস্তুত ঠেলাগাড়ি
তবুও ছপ্পড় ফুঁড়ে প্রেম আসে গরিবের বাড়ি”
Joy Goswami, আজ যদি আমাকে জিগ্যেস করো