অমিয়েত্রা Quotes

Rate this book
Clear rating
অমিয়েত্রা অমিয়েত্রা by মোঃ ফরহাদ চৌধুরী শিহাব
75 ratings, 3.88 average rating, 18 reviews
অমিয়েত্রা Quotes Showing 1-1 of 1
“তোমায় ছাড়া চায়ের কাপে
একটা চিনি গলবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
হৃদয় কথা বলবে না।

তোমায় ছাড়া ভাত হবে না
ভিজিয়ে খাবো পাউরুটি,
তুমি যদি শুধরে না দাও
করবো কেন ভুল ত্রুটি?

তোমায় ছাড়া পাকস্থলি
খাদ্য হজম করবে না,
তোমায় ছাড়া চোখের পাতার
একটা পলক পড়বে না।

তোমায় ছাড়া সারাটা রাত
স্বপ্ন বিহীন দেবো ঘুম,
তোমায় ছাড়া শ্বাস নেয়াটা
ভুলেই যাব বেমালুম।

তোমায় ছাড়া তেলের প্রদীপ
আগুন পেলেও জ্বলবে না।
তোমায় ছাড়া তোমায় ছাড়া
একটা দিনও চলবে না।

তোমায় ছাড়া এই নিশি আর
একটু পথও হাঁটবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
সূর্য কথা বলবে না।

দুষ্টুমী সব তোমায় ছাড়া
অর্থবিহীন লাগছে তাই,
তোমায় ছাড়া এই ভূবনে
আমার কোনো কাব্য নাই।”
মোঃ ফরহাদ চৌধুরী শিহাব, অমিয়েত্রা