মমিস্রোতে বেহায়াসিন্হ Quotes

Rate this book
Clear rating
মমিস্রোতে বেহায়াসিন্হ মমিস্রোতে বেহায়াসিন্হ by সোনালী চক্রবর্তী
2 ratings, 5.00 average rating, 1 review
মমিস্রোতে বেহায়াসিন্হ Quotes Showing 1-2 of 2
“বহুদিন লিখতে না-পেরে টাইমমেশিনে চেপে ঘুরে-আসা গেছে রজঃনিবৃত্তির দেশ। দুপুর দেখতে-দেখতে নকশায় এসেছে কীভাবে খুরপি দিয়ে পড়ন্ত শ্যাওলা থেকে উপড়ে ফেলা হবে আলগা রোদের খুঁটি। তর্জনীতে দরদ না-থাকায় গুহায় কোনো এস্রাজ এই সময়ে নদী হয়ে বাজেনি। তবুও তন্‌হা লাল মাটি নির্ধারিত জলে ভেসেছে বেশ্যার নিষ্ঠায়, আর পিলেটের আংটি গলিয়ে তুমিও ছিঁড়ে ফেলতে চেয়েছ চাঁদের টুঁটি। আমি এরপরেও বুঝব না, পুঞ্জাক্ষি নিয়েও কেন আজীবন কানা থেকে যায় সব, সব ক’টা মাছি?”
সোনালী চক্রবর্তী, মমিস্রোতে বেহায়াসিন্হ
“ইনফের্‌নো"
কখনো রসনীতির উল্কি গাঁথতে-গাঁথতে ভেবো তো...এমনও তো হ’তে পারে মেয়াদ ফুরিয়ে নির্বাসিত হয়েছেন ঈশ্বর। জন্মের পর জন্ম...রাষ্ট্র, রেল, রুটি, রক্ত এসব ইকেবানা সাজাতে-সাজাতে হেরে-যাওয়া দলটা শুধু ধরতে পারে না, ঠিক কতটা বেলজিবাব শিরায় ঢোকালে মধুরেণ ঠেকবে সাড়ে চারশো কোটি বলিরেখা আঁকা মহাগোলকের ইনফের্‌নো।”
সোনালী চক্রবর্তী, মমিস্রোতে বেহায়াসিন্হ