মূর্খ বড়ো, সামাজিক নয় Quotes
মূর্খ বড়ো, সামাজিক নয়
by
Shankha Ghosh3 ratings, 4.00 average rating, 0 reviews
মূর্খ বড়ো, সামাজিক নয় Quotes
Showing 1-3 of 3
“ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো?
চতুরতা, ক্লান্ত লাগে খুব?
মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি?
কী-বা আসে যায়
লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়।”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
চতুরতা, ক্লান্ত লাগে খুব?
মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি?
কী-বা আসে যায়
লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়।”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
“এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন
শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
