Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Shankha Ghosh.
Showing 1-21 of 21
“হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
- সঙ্গিনী”
―
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
- সঙ্গিনী”
―
“আর কত ছোট হব ঈশ্বর,
ভিড় এর মধ্যে দাড়ালে,
আমি কি নিত্য আমারও সমান??
শহরে বাজারে আড়ালে ।।”
―
ভিড় এর মধ্যে দাড়ালে,
আমি কি নিত্য আমারও সমান??
শহরে বাজারে আড়ালে ।।”
―
“মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে”
― শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে”
― শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা
“...মনে হয় যেন খুব বেশি বলা হয়ে গেল এই কতদিনে। সমস্ত দিনের পর গভীর রাতে বাড়ি ফিরে গ্লানির মতো লাগে। কথা, কথা যেন একটু চুপ ছিল না কোথাও, থাকতে নেই, হাতে হাত রাখতে নেই। যে-নীরবকে খুঁজতে বেরিয়েছিলে, সবাই মিলে, কোথায় সেসব মিলিয়ে গেল বাতাসে, যেন সেসব জানতে নেই কখনও।
...তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা, এবং নিঃশব্দ কবিতা। শব্দই জানে কেমন করে সে নিঃশব্দ পায়।”
―
...তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা, এবং নিঃশব্দ কবিতা। শব্দই জানে কেমন করে সে নিঃশব্দ পায়।”
―
“ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো?
চতুরতা, ক্লান্ত লাগে খুব?
মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি?
কী-বা আসে যায়
লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়।”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
চতুরতা, ক্লান্ত লাগে খুব?
মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি?
কী-বা আসে যায়
লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়।”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
“চুপ করো, শব্দহীন হও”
―
―
“মাটিতে বসানো জালা, ঠান্ডা বুক ভরে আছে জলে
এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে।”
―
এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে।”
―
“হাওড়া ব্রিজের চুড়োয় উঠুন,
নীচে তাকান, ঊর্ধ্বে চান—
দুটোই মাত্র সম্প্রদায়
নির্বোধ আর বুদ্ধিমান।”
― নিহিত পাতালছায়া
নীচে তাকান, ঊর্ধ্বে চান—
দুটোই মাত্র সম্প্রদায়
নির্বোধ আর বুদ্ধিমান।”
― নিহিত পাতালছায়া
“আমার দুঃখের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান!
এমন বৃষ্টির দিন পথে-পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়!
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই।”
― নিহিত পাতালছায়া
আমার সুখের দিন ভাসমান!
এমন বৃষ্টির দিন পথে-পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়!
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই।”
― নিহিত পাতালছায়া
“দিগন্ত ব্যথিত করে পূর্ণিমা উপুড় হয়ে আছে
ছল ছল করে ওঠে মাঠে জমে-থাকা বৃষ্টিজল
বারুণী, আলোয় ওঠো প্রবাহতরল মুখ নিয়ে।
তার পরে দুই জনে তুলে ফেলো জন্মের পাথর।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
ছল ছল করে ওঠে মাঠে জমে-থাকা বৃষ্টিজল
বারুণী, আলোয় ওঠো প্রবাহতরল মুখ নিয়ে।
তার পরে দুই জনে তুলে ফেলো জন্মের পাথর।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
“লোকে বলে ভুল, আর আমিও কি জানি না যে ভুল?
তবু তার মাঝখানে ডুবে আছি, যেভাবে মহিষ
নিজেকে নিহিত রাখে নিরুপায় জ্যৈষ্ঠের ডোবায়
বাতাস শুষেছে যার অবশ চোখের অলসতা।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
তবু তার মাঝখানে ডুবে আছি, যেভাবে মহিষ
নিজেকে নিহিত রাখে নিরুপায় জ্যৈষ্ঠের ডোবায়
বাতাস শুষেছে যার অবশ চোখের অলসতা।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
“তোমার কোনো মিথ্যা নেই তোমার কোনো সত্য নেই
কেবল দংশন
তোমার কোনো ভিত্তি নেই তোমার কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
তোমার কোনো বন্ধু নেই তোমার কোনো বৃত্তি নেই
কেবল বন্ধন
তোমার কোনো দৃষ্টি নেই তোমার কোনো শ্রুতি নেই
কেবল সত্তা।”
― বাবরের প্রার্থনা
কেবল দংশন
তোমার কোনো ভিত্তি নেই তোমার কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
তোমার কোনো বন্ধু নেই তোমার কোনো বৃত্তি নেই
কেবল বন্ধন
তোমার কোনো দৃষ্টি নেই তোমার কোনো শ্রুতি নেই
কেবল সত্তা।”
― বাবরের প্রার্থনা
“স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ
আয়ু
লেখো আয়ু, লেখো আয়ু
চুপ করো, শব্দহীন হও।”
― শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ ১
আয়ু
লেখো আয়ু, লেখো আয়ু
চুপ করো, শব্দহীন হও।”
― শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ ১
“এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন
শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!”
― মূর্খ বড়ো, সামাজিক নয়
“মিডিয়া যে একটা বিপদ তৈরি করেছে তাতে কোনও সন্দেহ নেই। এক দিকে অডিয়ো-ভিজুয়ালের দাপটে লেখক আর ফিল্মস্টারের দূরত্বটা অনেকখানি কমে আসছে, সাধারণের সামনে নিজেকে দৃশ্যমান করে তুলবার ঝোঁক, নগদ-বিদায়ের লোভ। চোখের সামনে থাকো, নইলে তুমি মৃত— এই রকম একটা আতঙ্কময় উত্তেজনা এখন ছড়িয়ে গেছে সংস্কৃতির জগতে।”
―
―
“আমি উড়ে বেড়াই আমি ঘুরে বেড়াই
আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই
কিন্তু আমার ভালো লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই
তুমি আছো তুমি।”
― শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা
আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই
কিন্তু আমার ভালো লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই
তুমি আছো তুমি।”
― শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা
“তুমি কি কবিতা পড়ো? তুমি কি আমার কথা বোঝো?
ঘরের ভিতরে তুমি? বাইরে একা বসে আছো রকে?
কঠিন লেগেছে বড়ো? চেয়েছিলে আরো সোজাসুজি?
আমি যে তোমাকে পড়ি, আমি যে তোমার কথা বুঝি।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
ঘরের ভিতরে তুমি? বাইরে একা বসে আছো রকে?
কঠিন লেগেছে বড়ো? চেয়েছিলে আরো সোজাসুজি?
আমি যে তোমাকে পড়ি, আমি যে তোমার কথা বুঝি।”
― পাঁজরে দাঁড়ের শব্দ
“তোমার কোনো ধর্ম নেই, শুধু
বুকে কুঠার সইতে পারা ছাড়া...
তোমার কোনো ধর্ম নেই, এই
শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া।”
― প্রহরজোড়া ত্রিতাল
বুকে কুঠার সইতে পারা ছাড়া...
তোমার কোনো ধর্ম নেই, এই
শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া।”
― প্রহরজোড়া ত্রিতাল




