Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Debasish Deb.
Showing 1-1 of 1
“১৯৫৯ সাল নাগাদ, অপু ট্রিলজির শেষ ছবি ‘অপুর সংসার’ রিলিজ করার ঠিক পরেই সম্ভবত ‘পথের পাঁচালী’-র ওই হাতে আঁকা চিত্রনাট্যের খাতাটি সত্যজিৎভক্ত সিনেমা-তাত্ত্বিক জর্জ শাদুল-এর উদ্যোগে প্যারিসে স্থানান্তরিত করা হয়। এর ফলে স্কেচগুলাের একেবারে original অবস্থায় এ দেশে আর কারও পক্ষেই দেখা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে বই বা ম্যাগাজিনগুলােতে যত এইসব স্কেচ ছাপা হয়েছে সবই প্যারিস থেকে ফোটোকপি করে আনানাে material থেকে নেওয়া। ১৯৯০ সাল নাগাদ অসুস্থ অবস্থায় সত্যজিতের খুব ইচ্ছে হয় খাতাটি দেখার— সেই মর্মে Cinemathequeকে জানানাে হলে, এক ভীষণ দুঃসংবাদ এসে পৌঁছােয়— গােটা স্কেচ বইটাই নাকি ওদের সংগ্রহশালা থেকে খােয়া গিয়েছে। ১৯৯২ সালে মৃত্যু হওয়ার আগে অবধি অবশ্য সত্যজিৎকে এই খবরটা আর জানানাে হয়নি।”
― রং তুলির সত্যজিৎ
― রং তুলির সত্যজিৎ




